Saturday 22 May 2021

সিআইটিইউ এর ডাকে দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শ্রমিকদের বিক্ষোভে সামিল হলেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা ।

 


দুর্গাপুর,২২শে মে : আজ সকালে,সিআইটিইউ এর ডাকে,দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে রাষ্ট্রায়ত্ব ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) বিক্রির জন্য কেন্দ্রিয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের শততম দিনে ভাইজাগ ইস্পাত কারখানা সহ অ্যালয় স্টিল প্ল্যান্টে,সালেম ও ভদ্রাবতী বিক্রির সিদ্ধান্ত এবং দুর্গাপুর ইস্পাত ও ভিলাই ইস্পাত কারখানা বিক্রির হুমকির বিরুদ্ধে স্বাস্হ্য বিধি মেনে মিছিল করে প্রতিবাদে সামিল হলেন । মিছিল শেষে বক্তব্য রাখেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারন সম্পাদক ললিত মিশ্র । উপস্হিত ছিলেন কালি সান্যাল,সীমন্ত চ্যাটার্জি,দিপক ঘোষ,নবেন্দু ঘোষ,নন্দলাল দাস,প্রবীর ঘোষ ঘোষ প্রমুখ । রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের অন্যত্র আজ সিআইটিইউ এর ডাকে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছিলেন  ইস্পাত শ্রমিকরা ।

    অন্যদিকে,আজ বি.টি.রণদিভে ভবন কে জীবানুমুক্ত করার কাজে সামিল হয়েছিলেন রেড ভলান্টিয়ার্সরা ।








No comments:

Post a Comment