Tuesday 11 May 2021

অবিলম্বে বেতন-চুক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক-বিক্ষোভ : করোনায় মৃত ইস্পাত শ্রমিকের পোষ্যের চাকুরীর দাবিতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী কে সিআইটিইউ এর চিঠি ।

 


দুর্গাপুর,১১ই মে : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মূর্তির সামনে কোভিড বিধি মেনে তুমুল বিক্ষোভ দেখান । ২০১৭ সালের ১লা জানুঃ থেকে বকেয়া থাকলেও কেন্দ্র সরকারের অধীনস্ত সেইল কর্তৃপক্ষ বেতন-চুক্তি সহ অন্যান্য বিষয় ফয়সালা করার পরিবর্তে লাগাতার টালবাহানা করছে,৫-বছরের পরিবর্তে ১০-বছরের বেতন-চুক্তি,গ্র্যাচুইটির সিলিং প্রভৃতি অপমানজনক শর্ত চাপানোর চেষ্টা করছে বলে সিআইটিইউ  এর পক্ষ থেকে অভিযোগ করে অবিলম্বে এরিয়ার সহ ৫-বছরের বেতন-চুক্তি,প্রকৃত বেসিকের নূন্যতম ১৭% এমজিবি ও ৩৫% পার্কস এবং ৯% পেনশন,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি,সিলিং ছাড়া গ্র্যাচুইটি সহ অন্যান্য দাবির ফয়সলার দাবি জানানো হয় । অন্যদিকে,ইউনিয়নের পক্ষ থেকে অবিলম্বে করোনায় মৃত ইস্পাত শ্রমিকের পোষ্যের চাকুরীর দাবিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছে । চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয় যে দেশের ভয়াবহ করোনা পরস্হিতির মধ্যেও সেইলের শ্রমিক-কর্মচারী-আধিকারিকরা উৎপাদন জারী রেখে দেশ কে ইস্পাত ও অক্সিজেনের গুরুত্বপূর্ন সরবরাহ বজায় রেখে চলেছেন । ইতিমধ্যে করোনা সংক্রমনে শতাধিক সেইলের শ্রমিক-কর্মচারী-আধিকারিকের মৃত্যু হয়েছে ।ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার করোনা সংক্রমনে মৃত কেন্দ্রীয় সরকারী শ্রমিক-কর্মচারী-আধিকারিকের জন্য পোষ্যের চাকুরীর জন্য নির্দেশিকা জারী করেছে । তাই এই তালিকায় সেইলের শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের নিয়ে আসার জন্য অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সিআইটিইউ দাবি জানিয়েছে ।

অন্যদিকে,দুর্গাপুরে রেড ভলান্টয়ার্সরা কাজ করে চলেছেন । দুর্গাপুর পৌর নিগমের ৩১ নং ওয়ার্ডে করোনা রোগীদের সহায়তা পৌঁছে দিয়েছেন ।

 



No comments:

Post a Comment