Sunday 16 May 2021

পার্টি অফিস দখলের সাথে সাথে পুনরুদ্ধার ।

 


দুর্গাপুর,১৬ই মে : গত কাল রাতে সিপিআইএমের একটি পার্টি অফিস দখল করে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।ঘটনার সূত্রপাত শনিবার রাত্রি প্রায় দশটা নাগাদ দুর্গাপুর নগর নিগমের ৩১নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের কাছে সিপিআইএমের একটি পার্টি অফিসের দলীয় পতাকা নামিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ঝান্ডা লাগিয়ে, পার্টি অফিসের ওপরে লেখা দেওয়াল সবুজ রং করে দিয়ে অফিসে তালা মেরে দেয় বলে অভিযোগ। পার্টি অফিসের থেকে প্রয়োজনীয় কাগজ-পত্র ও একটি টিভি নিয়ে যায় । খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন দলের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার এবং পার্টির অন্যান্য নেতা কর্মীরা। কোকওভেন থানার পুলিশকে সিপিআইএম নেতৃত্ব জানিয়ে দেয় যদি অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ না করে তাহলে বড় আন্দোলনের পথে তারা পা বাড়াবেন। এরপর কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলায়। পুলিশের উপস্থিতিতে শেষ পর্যন্ত পার্টি অফিসের তালা ভেঙে, তৃণমূললের দলীয় পতাকা নামিয়ে দিয়ে, সেই অফিস ফের পুনরুদ্ধার করে সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ করেন যে পুরো ঘটনার পেছনে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব রয়েছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন তারা সংগঠিত করবেন।রাত্রি সাড়ে দশটা পর্যন্ত পার্টি অফিস পুনুরুদ্ধারের কাজ চলে।তারপরে কোকওভেন থানাতে অভিযোগ দায়ের করা হয়।আজ সকালে পার্টি অফিসে নতুন করে রঙ করা হয় ।











No comments:

Post a Comment