Sunday 23 January 2022

ইস্পাতনগরীতে মর্যাদার সাথে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,২৩শে জানুঃ : সকাল থেকে বৃষ্টি-বিঘ্নিত দিনে ইস্পাতনগরীতে পার্টির পক্ষ থেকে বামফ্রন্টের সিদ্ধান্ত অনুসারে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬-তম জন্মদিবস পালিত হল “দেশপ্রেম দিবস” হিসাবে । সকালে,পার্টির দুর্গাপুর ইস্পাত এরিয়া ১ কমিটির ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা যৌথ ভাবে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটের সামনে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করেন। দুর্গাপুর ইস্পাত এরিয়া ২ কমিটির পক্ষে ৫/৫ কৃত্তিবাস রোডে ও দুর্গাপুর ইস্পাত এরিয়া ৩ কমিটির পক্ষ থেকে আশিস-জব্বার ভবনে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হয়। নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের সাথে সাথে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস “ দেশপ্রেম দিবস “ হিসাবে পালন করার তাৎপর্য উপস্হিত নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন ।








No comments:

Post a Comment