Saturday 29 January 2022

দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের চুরির চেষ্টা : সিআইটিইউ এর পক্ষ থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র সমালোচনা ।

 


দুর্গাপুর,২৯শে জানুঃ ঃ আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের কিচেন থেকে দামী যন্ত্রপাতি ট্রাকে করে পাচার করতে যাওয়ার সময় সিআইএসএফ এর হাতে ধরা পড়ে । পরে পুলিশের কাছে কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে বলে হাসপাতালের পক্ষ থেকে ডঃ গৌতম গুপ্ত জানিয়েছেন । অফিযোগের ভিত্তিতে পুলিশ ট্রাক চালক ও হাসপাতালের কিচেনে কর্মরত ঠিকাদার সংস্হার কর্মচারী মিল্টন সেন নামে এক ব্যক্তি কে গ্রেপ্তার করেছে । ঐ ঠিকাদার সংস্হার অপর কর্মচারী মোনালিসা সেন জানিয়েছেন যে ঠিকাদার সংসহার মালিক দেবাশীষ ভট্টাচার্যের নির্দেশে এই যন্ত্রপাতি বাইরে পাঠানো হচ্ছিল । এর আগেও এই ভাবে যন্ত্রপাতি বাইরে পাঠানো হয় বলে মোনালিসা সেন জানান । অবশ্য কিচেনের ঠিকাদার সংসহার কর্মরতরা কোন পরিচয়পত্র দেখাতে চাননি । কয়েক বছর আগে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর তীব্র বিরোধীতা কে উপেক্ষা করে , ৬৫০ বেডের মেইন হাসপাতালের ইন্ডোরে ভর্তি রোগীদের খাদ্য সরবরাহের জন্য আধুনিক ও বিজ্ঞান-সম্মত  কিচেন ঠিকাদার সংস্হার হাতে তুলে দেয় । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে এই ধরনের চুরি আগেও ধরা পড়েছে ।এর আগেই হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে । কিন্তু দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের হুঁশ নেই । হাসপাতাল সহ বিভিন্ন স্পর্শকাতর জায়গায় স্হায়ী কর্মী নিয়োগ করার বদলে বিভিন্ন ঠিকাদার সংস্হার হাতে তুলে দেওয়া হচ্ছে । একশ্রেনীর ঠিকাদার শাসক তৃনমূল কংগ্রেসের একচ্ছত্র ব্যবস্হাপনায় রাষ্ট্রায়ত্ব সংস্হায় লুঠপাঠ চালাচ্ছে । এই ব্যবস্হার বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষ থেকে লাগাতার লড়াই চালানো হচ্ছে । আজকে হাসপাতালের চুরির ঘটনায়,কর্তৃপক্ষ কার বিরুদ্ধে এফআইআর করে সাফাই দিতে চাইছে ? তিনি আরও বলেন যে হাসপাতালের এই চুরির ঘটনা ,”নবরত্ন” সেইলের ক্রমবর্ধমান ঠিকাদারী-করনের বিরুদ্ধে আরও আরেকটি অশনি-সংকেত । সিআইটিইউ এই নীতি পরিবর্তনের জন্য লাগাতার তীব্র আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর ।
























No comments:

Post a Comment