Thursday 27 January 2022

এসএফআই এর ব্যবস্হাপনায় ইস্পাতনগরীর বুকে শুরু হলো “ ভগত সিং ক্লাসরুম “ ।

 



দুর্গাপুর,২৭ জানুঃ : আজ থেকে এসএফআই এর দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির ব্যবস্হাপনায় ইস্পাতনগরীর লাল ময়দান সংলগ্ন বস্তিতে শুরু হয়ে গেল ছাত্র-ছাত্রীদের জন্য শহীদ ভগত সিং এর নামাঙ্কিত অবৈতনিক বিকল্প শিক্ষাদান কেন্দ্র “ভগত সিং ক্লাসরুম“। স্বাক্ষরতা আন্দোলনের অন্যতম কেন্দ্র দুর্গাপুরের ইস্পাতনগরীতে এবার এই নতুন আঙ্গিকে শিক্ষাদান কেন্দ্র নতুন মাত্রা যোগ করল । করোনা অতিমারীর জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ।অনলাইন ক্লাসের থেকে বঞ্চিত এক বৃহৎ সংখ্যক ছাত্র-ছাত্রীরা স্কুল-ছুটদের তালিকায় নাম লিখিয়েছেন । তাদের শিক্ষার অঙ্গনে ফেরাতে এসএফআই অবিলম্বে রাজ্যের সমস্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য জোড়দার আন্দোলনের সাথে সাথে বিকল্প শিক্ষাদান কেন্দ্র গড়ে তুলছে । এসএফআই এর এই প্রয়াসে মিলেছে ছাত্র-ছাত্রী-অভিভাবকদের ব্যাপক সাড়া। আজ প্রথম দিনেই “ ভগত সিং ক্লাসরুম “-এ ৩০ জন ছাত্র-ছাত্রী যোগদান করেন । দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল হালদারের নেতৃত্বে ১১ জন স্বেচ্ছাসেবী এই শিক্ষাদান কেন্দ্রের সাথে যুক্ত হয়ে শিক্ষাদানে ব্রতী হয়েছেন। আজ ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা-পেন্সিল-পেন বিতরন করা হয়। শিক্ষাদান কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এসএফআই এর পশ্চিম বর্ধমান জেলার নেতৃবৃন্দ সহ অন্যান্য গণ আন্দোলনের নেতৃবৃন্দ ।







No comments:

Post a Comment