Wednesday 25 January 2023

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৫শে জানুঃ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরে বিভিন্ন বকেয়া অবিলম্বে প্রদান ও এলএমএস বাতিলের দাবিতে কারখানার স্হায়ী শ্রমিকরা জোড়ালো বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জি , প্রকাশতরু চক্রবর্তি ও প্রদ্যুত মুখার্জি । বছরের পর বছর ধরে শ্রমিকদের নায্য পাওনা বকেয়া পরে আছে।বকেয়া পরে আছে পূর্ণাঙ্গ বেতন-চুক্তি,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্তি,সহ বিভিন্ন ভাতা এবং বার্ষিক বোনাসের দ্বিতীয় কিস্তি।বকেয়ার দীর্ঘতালিকায় রয়েছে স্হায়ী শ্রমিক নিয়োগ,ইস্পাতনগরীর পরিষেবার আধুনিকিকরন,চিকিৎসা পরিষেবার আধুনিকিকরন ও উপযুক্ত সংখ্যায় স্হায়ী চিকিৎসক-নার্স-স্বাস্হ্য কর্মী নিয়োগ এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারণ ।এই বকেয়ার নিস্পত্তিতে ইউনিয়ন সমূহ এর সাথে আলোচনার জন্য কোন সভা ডাকছে না দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ। অথচ এরই মাঝে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ ইউনিয়ন সমূহ এর সাথে আলোচনা ছাড়াই একতরফা ভাবে এল.এম.এস ( লিভ ম্যানেজমেন্ট সিস্টেম ) চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে বক্তারা অভিযোগ করে বকেয়া অবিলম্বে প্রদান ও এলএমএস বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ ও তীব্র শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।






No comments:

Post a Comment