Friday 20 January 2023

অবিলম্বে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ।

 


দুর্গাপুর,২০শে জানুঃ : আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের সামনে ওভারব্রীজে, ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ(সিআইটিইউ) এর ডাকে অবিলম্বে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাতের ঠিকা শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আশিস মিশ্র,নিমাই ঘোষ ও প্রকাশতরু চক্রবর্তি। ২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি বকেয়া আছে । ইতিমধ্যে বেতন-চুক্তির লক্ষ্যে “মৌ” সাক্ষরিত হলেও পূর্ণাঙ্গ বেতন-চুক্তি হয় নি। এমনকি সাক্ষরিত “মৌ”-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্ত করা হয় নি । দ্রুত গতিতে বাড়ছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠিকা শ্রমিকদের সংখ্যা । সেইল ও আরআইএনএল-এ বর্তমানে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক কর্মরত আছেন । করোনা অতিমারীর মধ্যেও ইস্পাত শ্রমিকদের অসাধারন কর্মপ্রচেষ্টার ফলে সেইল অতি মুনাফা করে চলেছে। এই কর্মপ্রচেষ্টার মধ্যে সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত ঠিকা শ্রমিকদের অসামান্য ভুমিকা কে নূন্যতম স্বীকৃতি দিতে চাইছে না মোদি সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ । সিআইটিইউ ইতিমধ্যেই সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ সেইল ও আরআইএনএল-এর ঠিকা শ্রমিকদের স্বার্থে লাগু করার জন্য বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলেছে।ঠিকা শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে স্হায়ী শ্রমিকরাও তাদের আন্দোলনের পাশে সর্বশক্তি দিয়ে থাকছেন । ।এর প্রতিবাদে সেইল ও আরআইএনএল-এ সিআইটিইউ এর নেতৃত্বে ঠিকা শ্রমিকদের জোড়ালো আন্দোলন চলছে ।আগামী ২৮শে ফেব্রুঃ বোকারোতে সেইল ও আরআইএনএল-এর সর্বভারতীয় ইস্পাত ঠিকা শ্রমিকদের কনভেনশন অনুষ্ঠিত হবে। বক্তারা সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরে ঠিকা শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।





No comments:

Post a Comment