Monday 23 January 2023

ইস্পাতনগরীতে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,২৩শে জানুঃ : ইস্পাতনগরীতে মর্যাদার সাথে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭-তম জন্মদিবস। বামফ্রন্টের সিদ্ধান্ত অনুসারে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭-তম জন্মদিবস পালিত হল “দেশপ্রেম দিবস” হিসাবে পালন করা হয়। আশিস-জব্বার ভবনে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হয়। নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় । শ্রদ্ধা জানান দিপক ঘোষ,সীমান্ত চ্যাটার্জি,দেবু দাস প্রমুখ । বিকালে বামপন্হী গনসংগঠন গুলির পক্ষ থেকে ইস্পাতনগরীর সেকেণ্ডারি রোডের বটলা মোড়ে “দেশপ্রেম দিবস” উপলক্ষে আয়োজিত সভায় নেতাজী সুভাষচন্দ্র বসুর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতে স্বাধীনতা সংগ্রামে অসামান্য ভুমিকার পাশাপাশি ভারতবাসীর মধ্যে একতা গড়ে তোলার জন্য সমস্ত ধরনের সাম্প্রদয়িক শক্তির বিরুদ্ধে তাঁর সংগ্রামের ইতিহাস বক্তারা তুলে ধরে বক্তব্য রাখেন জীবন আইচ ও সোমনাথ গাঙ্গুলি। কবিতা পাঠ করেন সমীর দাস । সভাপতিত্ব করেন দীপঙ্কর বাগদি। সভার সুচনায় নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানানো হয় ।

























No comments:

Post a Comment