Wednesday, 10 January 2024

বিজেপি-আশ্রিত দুষ্কৃতিদের পার্টি-অফিস দখলের চেষ্টা এলাকার মানুষ কে সাথে নিয়ে রুখে দিলেন পার্টি কর্মীরা।

 


দুর্গাপুর,১০ই জানুঃ : গতকাল রাতে ইস্পাতনগরী সংলগ্ন দুর্গাপুর পৌর নিগমের ১নং ওয়ার্ডের কমলাইতলার পার্টি অফিস কে দখল করার চেষ্টা করে বিজেপি-আশ্রিত দুষ্কৃতিরা। এই উদ্দেশ্যে তারা গতরাতে পার্টি অফিসের সামনে শহীদ বেদীর পাশে লাগানো লাল ঝাণ্ডা কে খুলে ফেলে দেয়। আজ সকালে এলাকার মানুষেরা পার্টি কে এই খবর জানালে পার্টি কর্মীরা ঘটনাস্থলে যান ও আবার পার্টি পতাকা উত্তোলন করেন।পার্টি নেতা পঙ্কজ রায় সরকার জানিয়েছেন যে ২০১৯ সালের লোকসভার নির্বাচনের পরে বিজেপি-র দুর্বৃত্তরা পার্টি অফিসটি দখল করে।২০২১ সালে তৃণমুল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা পার্টি অফিসটি দখল নেয় । গতবছরে ২১ মার্চ পার্টির পক্ষ থেকে এলাকার মানুষ কে সাথে নিয়ে এই পার্টি অফিস কে দখল-মুক্ত করা হয়। আগামী ২২শে জানুঃ পঃবঙ্গ সহ গোটা দেশে বিজেপি যে ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা করছে সেই প্রচেষ্টার অঙ্গ হিসাবেই এই পার্টি অফিস কে দখল করার জন্য বিজেপি-আশ্রিত দুষ্কৃতিরা চেষ্টা করেছিল। সেই অপচেষ্টা এলাকার শুভবুদ্ধি-সম্পন্ন মানুষ কে সাথে নিয়ে রুখে দিলেন পার্টি কর্মীরা।উপস্থিত ছিলেন পঙ্কজ রায় সরকার,পলাশ ব্যানার্জী,মাধবী দাস,ধীরাজ দাস,বাপ্পা দে,অবদুত বাউরি,মহঃ আলিম,প্রবীর দাস প্রমুখ।



No comments:

Post a Comment