Thursday 18 January 2024

দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে যৌথ মঞ্চের আহ্বানে শ্রমিক বিক্ষোভ : চলছে ধর্মঘটের প্রস্তুতি।

 


দুর্গাপুর,১৮ই জানুঃ : আগামী ২৯-৩০শে জানুঃ সেইল-আরআইএনএলে ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ।বিএমএস এখনো সিদ্ধান্ত জানায় নি। দুর্গাপুর ইস্পাত কারখানাতেও চলছে ধর্মঘটের প্রস্তুতি।অন্যদিকে, ধর্মঘটের দাবি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ মঞ্চ টানা আন্দোলন চালাচ্ছে।আজ দুপুরে,প্রতিকূল আবহাওয়া কে উপেক্ষা করে, দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে যৌথ মঞ্চের আহ্বানে শ্রমিকরা বিক্ষোভ দেখালেন। পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনসহ অন্যান্য বকেয়া দাবিতে এই বিক্ষোভ সমাবেশে যৌথ মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি,সুকান্ত রক্ষিত,সৌমজিত বরুয়া,শম্ভূ প্রামানিক ও পরেশ কর্মকার। বিক্ষোভ সমাবেশ চলাকালীন,যৌথ মঞ্চের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি পেশ করে।





No comments:

Post a Comment