Tuesday 2 January 2024

ট্রেড ইউনিয়নদের যৌথ মঞ্চের ডাকে বিভিন্ন দাবি-দাওয়ার সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের বিক্ষোভ : ১২ই জানুঃ ধর্মঘটের নোটিশ।

 


দুর্গাপুর,২রা জানুঃ: নতুন বছরের দ্বিতীয় দিনেই দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের বিক্ষোভ আছড়ে পড়ল কারখানার ইডি(ওয়ার্কস) দপ্তরে। সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের শ্রমিক সংস্থার স্বার্থ বিরোধী বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে আজ সকালে ইডি(ওয়ার্কস) দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশে ট্রেড ইউনিয়নদের যৌথ মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,রজত দীক্ষিত,তাপস রায়,নিরঞ্জন রায়, সুদীপ্ত ও অসিত মুখার্জি। বিক্ষোভ সমাবেশে চলাকালীন কর্তৃপক্ষের কাছে যৌথ মঞ্চের পক্ষে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।একই সাথে বক্তারা আগামী ২৯-৩০শে জানুঃ সেইল- আরআইএনএলে আহুত দু-দিন ব্যাপি ধর্মঘটের নোটিশ আগামী ১২ই জানুঃ দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে ঘোষনা করেন।

     দুর্গাপুর ইস্পাত কারখানার  শ্রমিকদের  দুর্গাপুর ইস্পাত কারখানা-অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সেইলের সমস্ত ইউনিটের আধুনিককরণ সম্প্রসারণ করতে হবে, আরআইএনএল এর বিলগ্নীকরণ না করে সেইল এর সাথে সংযুক্তিকরন করতে হবে, আরআইএনএল এর জন্যও সেইলের এর হারে বেতনবৃদ্ধি করতে হবে,ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্ত করতে হবে,বেসিক, ডিএ, পার্কস সহ সব বকেয়ার ৩৯ মাসের এরিয়ার দিতে হবে, পার্কসের অন্তত ২৮% বৃদ্ধি করতে হবে, পূর্নাঙ্গ বেতন চুক্তি করে সমস্ত ভাতা বৃদ্ধি করতে হবে,সমস্ত স্থায়ী শ্রমিককে ন্যূনতম একটি ইনক্রিমেন্ট দিতে হবে,বায়োমেট্রিক-আরএফআইডি লাগু করা যাবে না, পচিশ-ঊর্ধ্ব পুত্র সন্তানের মেডিকেল ফেসিলিটি বন্ধ, আন্দোলন ধর্মঘটের অধিকার কাড়া সহ প্রতারণামূলক কৌশলে করিয়ে নেওয়া গতবারের বেতন চুক্তির সমস্ত শ্রমিক বিরোধী ধারা বাতিল করতে হবে, ত্রিপাক্ষিক চুক্তি উপেক্ষা করে গ্র্যাচুইটি সিলিং  লাগু করা চলবেনা, ইউনিয়নগুলির নেতৃত্ব এবং কর্মীদের ওপর থেকে সমস্ত চার্জশিট,সাসপেনশন, প্রত্যাহার করতে হবে এবং আন্দোলনকর্মী সহ সাধারণ শ্রমিকদের ওপর কর্তৃপক্ষের দমনপীড়ন নীতি বন্ধ করতে হবে,সমস্ত স্থায়ী শূন্য পদে অবিলম্বে লোক নিয়োগ করতে হবে,যুক্তিপূর্ণ বার্ষিক এক্সগ্রাসিয়া দিতে হবে- টাকার দাম ক্রমেই কমছে, অথচ গতবছরের তুলনায় কম টাকা একতরফাভাবে দেওয়ার নীতি বাতিল করতে হবে,ক্রমহ্রাসমান টাকার দামের কথা মাথায় রেখে অবিলম্বে ইনসেন্টিভ রিভিউ করতে হবেএই চোদ্দ দফা দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ মঞ্চ।

 





 

No comments:

Post a Comment