Friday 3 January 2014

ASP কারখানা বাঁচাতে পথে নামলেন শ্রমিকরা



দুর্গাপুর , ৩রা জানুঃ : ASP কারখানা বাঁচাতে পথে নামলেন  রাষ্ট্রায়ত্ব  ইস্পাত-উৎপাদনকারী সংস্হা SAIL-এর একমাত্র বিশেষ ইস্পাত-উৎপাদন ইউনিট দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার(ASP) শ্রমিকরা ।ইতিমধ্যে , ASP-র স্হায়ী শ্রমিকদের সংখ্যা বিপজ্জনকভাবে হ্রাস পেয়ে ৭২০০ থেকে নেমে হয়েছে মাত্র ১০৩৯ জন । কারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামাল SAIL-র অন্যান্য কারখানা , এমন কি সংলগ্ন দুর্গাপুর ইস্পাত কারখানা থেকেও সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না । SAIL-র অন্যান্য কারখানায় বিপুল অর্থ বিনিয়োগ করে আধুনিকীকরন ও সম্প্রসারনের কাজ চলছে । কিন্তু , দেশ – বিদেশে  ASP-র উৎপাদিত পণ্যের বিপুল চাহিদা থাকা সত্বে , আধুনিকীকরন-সম্প্রসারনের  জন্য কোনো বিনিয়োগ করা হয় নি । SAIL-এর বিশেষজ্ঞ সংস্হা  CET ( Centre for Engineering & Technology ) ASP-কে লাভজনক সংস্হায় পরিনত করার জন্য মাত্র ১০৯৬ কোটি টাকার বিনিয়োগের সুপারিশ করলেও , SAIL-কর্তৃপক্ষ এখনও সেই বিষয়ে কোনো উচ্চ্যবাচ্য করে নি । SAIL- কর্তৃপক্ষের এই উদাসীনতার বিরুদ্ধে , সিআইটিউ – আইএনটিউসি ও আইএনটিটিউসি কে নিয়ে গঠিত ASP-র স্হায়ী ও ঠিকা শ্রমিকদের যৌথমঞ্চের ডাকে আজ এক বিশাল প্রতিবাদ মিছিল কারখানার মধ্যে মিছিল করে ASP-র মেইনগেটে অবস্হান-বিক্ষোভসভা করেন । বিক্ষোভসভা চলাকালীন  যৌথমঞ্চের পক্ষ থেকে SAIL-র চেয়ারম্যানের কাছে পাঠানোর  জন্য ASP-র ED-র  কাছে এক স্মারকলিপি জমা দেওয়া হয় । এই স্মারকলিপিতে অবিলম্বে CET-র সুপারিশ মেনে ASP-র আধুনিকীকরন-সম্প্রসারন এবং ASP-র উৎপাদন স্বাভাবিক রাখার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানা ও ASP-র মধ্যে উপযুক্ত সিনার্জীর দাবী জানানো হয় । বিক্ষোভসভায় , ASP-র স্হায়ী ও ঠিকাশ্রমিক সংগঠনগুলির থেকে বক্তব্য রাখা হয় । বক্তব্য রাখেন , রামপঙ্কজ গাঙ্গুলী , বিজয় সাহা , তাপস মাঝী ( CITU ), সুদীপ্ত দাস , অশোক দত্ত , চন্দন ঘোষ ( INTUC ) ও কাঞ্চন রায় , গনেশ মন্ডল ( INTTUC ) । সভাপতিত্ব করেন বিকাশ ঘটক ( INTUC ) ।










No comments:

Post a Comment