Sunday 12 January 2014

কমরেড জ্যোতি বসু – র জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণে গান – আবৃতি ও তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগীতা

দুর্গাপুর , ১২ই জানুঃ : আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে  কমরেড জ্যোতি বসু –র জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণে গান – আবৃতি ও তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হোল ইস্পাতনগরীর বি’জোনের বি টি রণদিভে ভবনে । সকালে অনুষ্ঠিত হয় গান – আবৃতি প্রতিযোগীতা । বিকালে অনুষ্ঠিত হয় তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগীতা , সভাপতিত্ব করেন কমঃ সুখময় বোস ।সকালের  অনুষ্ঠানের সূচনায় কমঃ সলিল দাসগুপ্ত বলেন ভারতের মেহেনতী মানুষের অন্যতম শিক্ষক ছিলেন কমঃ জ্যোতি বসু ও বি টি রণদিভে এবং দুর্গাপুরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁদের । এই দুই মহান নেতা ভারতে মার্কসবাদ-লেনিনবাদের প্রসার ও প্রয়োগে যে অসামান্য অবদান রেখেছেন এবং প্রয়াত জননেতা কমরেড জ্যোতি বসু –র জন্মশতবর্ষ স্মরণে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যগে ইস্পাতনগরীতে গত ১ বৎসর ধরে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছ । এই উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের সাথে কমঃ জ্যোতি বসুর জীবন ও সংগ্রামের উপর পোষ্টার-প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-প্রতিযোগীতাও আয়োজিত হয়েছে । আগামী ১৭ই জানুঃ , ইস্পাতনগরী-র বি’জোনের দেশবন্ধু ভবনে কমরেড জ্যোতি বসু–র জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান।সেখানে প্রতিযোগীতায় সফল অংশগ্রহনকারীদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ সন্মান।ঐ দিন সকালে বি টি রণদিভে ভবনে এই উপলক্ষ্যে আয়োজিত হবে এক রক্তদান শিবির । 

















No comments:

Post a Comment