Wednesday 25 June 2014

দুর্গাপুরের এনএসপিসিএল সংস্হার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ব্যপক সন্ত্রাস ও জোরজুলুম করে প্রহসনে পরিনত করল তৃণমূল ।

দুর্গাপুরের এনএসপিসিএল সংস্হার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ব্যপক সন্ত্রাস ও জোরজুলুম  করে প্রহসনে পরিনত করল তৃণমূল ।

দুর্গাপুর , ২৫শে জুন : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার বিদ্যুৎ উৎপাদক সংস্হা এনএসপিসিএল সংস্হার শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে প্রহসনে পরিনত করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি । যদিও গত এপ্রিল মাসে এই নির্বাচন হওয়ার কথা ছিল , কিন্তু এনএসপিসিএল সংস্হার কর্তৃপক্ষ একতরফা ভাবে পিছিয়ে দিয়ে , নির্বাচনের দিন নির্ধারন করে ২৫ শে জুন। গত নির্বাচনে , এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) বিপুল ভোটে জয়ী হয় । ভোট অনুপাতে , জয়েন্ট বার্গেনিং কাউন্সিলে এআইটিউসি ও আইএনটিউসিও ছিল , কিন্তু আইএনটিটিইউসি ছিল না । তাই , শ্রমিকদের সমর্থন পাবে না জেনে , ভোটের দিন ঘোষনার পরেই তৃণমূলীরা শ্রমিক-ইউনিয়ন নির্বাচনকে প্রহসনে পরিনত করার জন্য সন্ত্রাসের আবহাওয়া তৈরী করে । ইস্পাতনগরীতে বসবাসরত এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ )  নেতৃত্ব ও সদস্যদের উপর লাগাতার হুমকি – ভীতিপ্রদর্শন করতে থাকে তৃণমূলী দুষ্কৃতিকারীরা ।  এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে এ বিষয়ে   এনএসপিসিএল সংস্হার কর্তৃপক্ষ ও শ্রম-দফ্তরকে জানালেও , কোন কার্যকরী ব্যবস্হা গ্রহন করা হয় নি । গতকাল রাত থেকে এই অবস্হা চরম আকার ধারন করে ।তৃণমূলী দুষ্কৃতিকারীরা    ইস্পাতনগরীতে বসবাসরত এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ )  নেতৃত্ব ও সদস্যদের বাড়ী বাড়ী গিয়ে , কাজে না যাবার এবং ভোটদানে অংশ না নেওয়ার হুমকি দেওয়া হয় , অন্যথায় বাড়ীর লোকের উপর “ অত্যাচার “ করা হবে বলেও হুমকি দেওয়া হয় । আজ সকাল থেকে তৃণমূলী দুষ্কৃতিকারীরা বাড়ী বাড়ী গিয়ে  হুমকি ও নজরদারি চালাতে থাকে । এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ )  এর এক ওবি-সদস্যকে অপহরন করা হয় । এই বাঁধা পেরিয়ে এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর সম্পাদক কমঃ কেষ্ট সাহা ও অন্যান্য নেতৃত্ব সহ কয়কজন কারখানায় পৌঁছালে , সেখানে তৃণমূলীরা হুমকি দেয় যে , একটি ভোটও আইএনটিটিইউসি-র বিরুদ্ধে গেলে , তাঁদের ও তাঁদের বাড়ীর লোকের উপর “ অত্যাচার “ করা হবে । এই অবস্হায় , এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে এনএসপিসিএল সংস্হার ও দুর্গাপুর ইস্পাত কারখারনা   কর্তৃপক্ষ এবং  শ্রম-দফ্তরকে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানালে , এনএসপিসিএল সংস্হার কর্তৃপক্ষের পক্ষ থেকে এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) , আইএনটিটিইউসি ও আইএনটিইউসি এবং কর্তৃপক্ষের যৌথ-টীম গঠন করে শ্রমিকদের বাড়ীতে গিয়ে তাদের ভোটদানের জন্য নিয়ে আসার প্রস্তাব দেওয়া হলে , আইএনটিটিইউসি সেই প্রস্তাব খারিজ করে দেয় ও তাদের চরিত্র বেআব্রু হয়ে পড়ে । এই অবস্হায় , এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) নির্বাচন থেকে সরে দাঁড়ায় ।  তৃণমূলী ইউনিয়ন নির্বাচনকে প্রহসনে পরিনত করে , পঞ্চায়েত-পৌর-লোকসভার নির্বাচনের ঢঙ্গে , শ্রমিকদের গনতান্ত্রিক অধিকারকে আরও একবার  যেভাবে ভূলন্ঠিত করল , তাঁর তীব্র নিন্দা করেন এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর সভাপতি কমঃ সুখময় বোস । 

No comments:

Post a Comment