Sunday 22 June 2014

তৃণমূলের সন্ত্রাস , দ্রব্যমূল্যবৃদ্ধি রোধে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ইন্ধন ও রেলের অস্বাভাবিক ভাড়া বাড়ানোর বিরুদ্ধে গর্জে উঠল ইস্পাতনগরী দুর্গাপুর ।

দুর্গাপুর , ২২শে জুন : আবার , রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হল ইস্পাতনগরী দুর্গাপুর । আজ সন্ধ্যায়  , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে , দুর্গাপুর সহ সারা রাজ্যে তৃণমূলের সন্ত্রাস , দ্রব্যমূল্যবৃদ্ধি রোধে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ইন্ধন ও রেলের অস্বাভাবিক ভাড়া বাড়ানোর প্রতিবাদে , ইস্পাতনগরী তিলক – ডেভিড মোড়ে এবং সেইল কো-অপারেটিভ এর কবিগুরু মোড়ে ( দ্বিতীয় স্টপেজ ) দুটি পথসভা অনুষ্ঠিত হয় । তিলক – ডেভিড মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত , সভাপতিত্ব করেন কমঃ সুখময় বোস । কবিগুরু মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ স্বপন মজুমদার , সভাপতিত্ব করেন কমঃ এস কে এন চৌধুরী । দুটি পথসভাতেই ভাল ভীড় হয় । 

   









      

No comments:

Post a Comment