Sunday 19 October 2014

প্রয়াত কমরেড সৌমিত্র ঘোষ ও অনিমেষ সরকার – ইস্পাতনগরীর দুই অসীম সাহসী গণ-সংগ্রামের সৈনিকের স্মরনসভা ।

                                                                      
দুর্গাপুর , ১৯ শে অক্টোঃ : আজ  সন্ধ্যায় , ইস্পাতনগরীর তানসেন রোড সেক্টর অফিসে আয়োজিত হয় সদ্য  প্রয়াত কমরেড সৌমিত্র ঘোষ ও অনিমেষ সরকারের স্মরণসভা । গত ১৫ই সেপ্টেঃ আকস্মিক প্রয়াত হয়েছেন কমরেড সৌমিত্র ঘোষ । তিনি দুর্গাপুর ইস্পাত কারখানায় টি.এ.বিল্ডিং –এ কর্মরত ছিলেন । ২০০৮ সাল এর পঞ্চায়েত নির্বাচন , বিশেষ করে ২০১১ সালের বিধানসভার নির্বাচনের পরে তৃণমূল ও প্রতিক্রিয়াশীল শক্তির তীব্র আক্রমনের মুখে দাঁড়িয়ে কমরেড সৌমিত্র ঘোষ কর্মস্হল এবং ইস্পাতনগরীর বাসস্হান অঞ্চলে অসীমসাহসিকতার সাথে সিআইটিইউ-সিপিআইএম ও সেক্টর সংগঠনের কাজ চালিয়ে নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্ঠি করে নজীর  রেখে গেছেন । গত ১৭ই সেপ্টেঃ প্রয়াত হয়েছেন কমরেড অনিমেষ সরকার । তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক ছিলেন । বিগত শতাব্দীর ৬০’ ও ৭০’দশকে ইস্পাতনগরী দুর্গাপুরে শাসক কং দলের মাস্তানবাহিনী ও পুলিশ-আধা সামরিক বাহিনীর সাথে লাল ঝান্ডার পতাকার নীচে সামিল দুর্গাপুরের শ্রমিকদের লাগাতার লড়াইয়ে অন্যতম আগুসারি সৈনিক কমরেড অনিমেষ সরকার ।বারে বারে হিংস্র শারীরিক  আক্রমনের শিকার হয়েছিলেন ।   এমনকি , এইসময়ে পুলিশী-জুলুম প্রতিরোধ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ছিলেন । কিন্তু তা সত্বেও অকুতভয় কমরেড অনিমেষ সরকার হিন্দুস্হান স্টিল এমপ্লয়জ ইউনিয়ন – সেক্টর সংগঠন সহ কৃষক-সংগঠনের কাজও চালিয়ে যান এবং পার্টি সভ্যপদ লাভ করেন ।

     তানসেন সেক্টর অফিসে এরিয়া-২ আয়োজিত ভীড়ে ঠাসা আজকের এই স্মরণসভায় প্রয়াত কমরেড সৌমিত্র ঘোষ ও অনিমেষ সরকার এর আদর্শকে অনুসরন করে আজকের এই প্রতিকূল পরস্হিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের   চরম জন-বিরোধী নীতির বিরুদ্ধে  অসীম সাহসিকতায় গণ-সংগ্রামকে বিকসিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় , সিআইটিইউ এর সর্বভারতীয় নেতৃত্ব ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কমঃ জীবন রায় এবং ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর জোনাল ১এর সদস্য কমঃ সুখময় বোস । সভাপতিত্ব করেন কমঃ সুখময় বোস । 

                                                                     

No comments:

Post a Comment