Wednesday 22 October 2014

দীপাবলি উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ।

                                                            

দুর্গাপুর , ২২ শে অক্টোঃ : আজ  সন্ধ্যায় , প্রতি বছরের মত এবারও ইস্পাতনগরীর তিলক রোডে ডেভিড-তিলক সেক্টর কমিটির উদ্যোগে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রের চালু হয় । বুক স্টলটি উদ্বোধন করে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় বলেন যে আজকের জটিল রাজনৈতিক পরিস্হিতে , মতাদর্শগত সংগ্রাম জোরদার করতে এবং সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের ভূমিকা অপরিহার্য । তিনি উৎসবের মাঝে ধারাবাহিকভাবে  মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বুক-স্টল করার জন্য কর্মীদের  অভিনন্দন জানান । অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কমঃ আল্পনা চৌধুরী,বিজন জোয়ারদার , স্বপন সরকার , আর.বি.রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ । সঞ্চালনা করেন কমঃ সীমান্ত তরফদার । 

                                                      

No comments:

Post a Comment