Thursday 16 October 2014

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অমানবিক কৃষক-বিরোধী নীতির বিরুদ্ধে রাজ্যব্যাপি কৃষক-জাঠার সমর্থনে দুর্গাপুর ইস্পাতের শ্রমিক-কর্মচারীরা ।

                                                 


দুর্গাপুর , ১৬ ই অক্টোঃ : আজ সন্ধ্যায় ,১০-দফা  দাবীর ভিত্তিতে  সারা ভারত  কৃষকসভার পঃ বঙ্গ প্রাদেশিক কমিটির ডাকে ৫-দিন ব্যাপি চলা কৃষক-জাঠার সমর্থনে , হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়ন ( সিআইটিইউ )-র ডাকে ইস্পাতনগরীর বি’জোনের চণ্ডীদাস বাজারে অনুষ্ঠিত হয় এক সংহতি-সভা । প্রসংগত , বিগত শতাব্দীর ৬০-এর দশক থেকে শ্রমিক-কৃষক মৈত্রী বন্ধনকে জোড়ালো করার শ্লোগানকে হাতে-কলমে প্রয়োগ করে , দুর্গাপুর মহকুমায় শক্তিশালী কৃষক-আন্দোলন গড়ে তুলে হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়ন সারা ভারতে নজীর সৃষ্টি করেছে । আজকের সভায় বক্তব্য রাখেন , হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়ন ( ডিএসপি-শাখা )-র ওবি-কনভেনর কমঃ অরুণ চৌধুরী ও কৃষকসভার শোভাপুর-বিজরা অঞ্চল-সম্পাদক রবি সোরেণ । সভাপতিত্ব করেন কমঃ বাদল মজুমদার । 

No comments:

Post a Comment