Sunday 19 October 2014

ইস্পাত-নগরীর সংলগ্ন অঞ্চলের গ্রামাঞ্চলে কৃষক-জাঠা , সমর্থনে এগিয়ে এলেন দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাতের শ্রমিকরা ।

দুর্গাপুর , ১৯ শে অক্টোঃ : আজ  সকালে,পারুরিয়া অঞ্চল কৃষক-সভার পক্ষ থেকে ট্যাবলো সহ সুসজ্জিত কৃষক-জাঠা  ইস্পাত-নগরীর সংলগ্ন পারুরিয়া গ্রাম থেকে বেরিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে কমলপুরে শেষ হয় । জাঠা শুরুর আগে বক্তব্য রাখেন গণ-আন্দোলনের নেতা কমঃ নির্মল ভট্টাচার্য ।কৃষকদের সাথে জাঠায় অংশ নিয়েছেন লাউদোহা থানা অঞ্চল কৃষকসভার সহ-সভাপতি কমঃ অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ  এবং মিশ্র ইস্পাতের শ্রমিকরা । বিকেলে , শোভাপুর-বিজরা অঞ্চল পক্ষ থেকে  সুসজ্জিত কৃষক-জাঠা  ইস্পাত-নগরীর সংলগ্ন বিজরা গ্রাম থেকে বেরিয়ে শোভাপুর গ্রামে শেষ হয় । জাঠা শুরুর আগে বক্তব্য রাখেন লাউদোহা থানা অঞ্চল কৃষকসভার সহ-সভাপতি কমঃ অমিয় বাওরা । এছাড়াও , জাঠা চলাকালীন আরেক সভায় বক্তব্য রাখেন শোভাপুর-বিজরা কৃষকসভার অঞ্চল সম্পাদক কমঃ রবি সোরেন ও জাঠা শেষে  বক্তব্য রাখেন  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষে কমঃ স্বপন মজুমদার । ।কৃষকদের সাথে জাঠায় অংশ নিয়েছেন দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা । 

                             





No comments:

Post a Comment