Wednesday 4 March 2015

তৃণমূলের সন্ত্রাসের রাজত্বের অবসানের শপথ নিতে ৮ই মার্চ ব্রিগেড চলার ডাক দিল ইস্পাতনগরী দুর্গাপুর ।

                                                            

দুর্গাপুর , ৪ঠা মার্চ : বিগত ৪৮ ঘন্টায় ইস্পাতনগরী সাক্ষ্যী হয়ছে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাস ও গনতন্ত্রের নিধনযজ্ঞের । রাজ্য প্রশাসন – পুলিশ ও ডিএসপি কর্তৃপক্ষের মদতে তৃণমূলিরা দখল করেছে দুর্গাপুর ইস্পাত কারখানার কনজিউমার কো-অপাঃ । শ্রমিকদের থেকে বিচ্ছিন্ন তৃণমূল কনজিউমার কো-অপাঃ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে গত ২-৩রা মার্চ মনোনয়নপত্র দাখিল করার জন্য নির্ধারিত দিনে দুষ্কৃতিকারীদের দিয়ে ইস্পাতনগরীর বেনাচিতি হাউসে কনজিউমার কো-অপাঃ এর দফ্তর  ঘিরে রাখে তৃণমূলীরা ।  সিআইটিইউ প্রার্থীরা মনোনয়ন পত্র পেশ করতে গেলে , তৃণমূলের নেতা জয়ন্ত রক্ষিত ,সুকান্ত রক্ষিত , চিরঞ্জীব মুখার্জীর নেতৃত্বে  তাদের উপর ভয়াবহ আক্রমন চালানো হয় । দশ জন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর নেতা  গুরুতর আহত হয় । কমঃ দীপক ঘোষকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি করতে হয় । ৩রা মার্চ আবার তৃণমূলীদের আক্রমনে গুরুতর জখম হয় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর নেতা ও ক্রীড়াবিদ কমঃ সুকান্ত দাস ও শুভ্রাংশু কুমার ঘোষ । দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়ছে এবং চিকিৎসা চলছে । শেষোক্ত জনের কিডনি ট্রান্সপ্ল্যানটেশন হয়ছে ।  এই ভয়াবহ সন্ত্রাস চালিয়ে তৃণমূলীরা “ বিনা নির্বাচনে “কনজিউমার কো-অপাঃ দখল করার পরে ইস্পাতনগরীর বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে । কিন্তু আজ সেই  ইস্পাতনগরী হুমকির বিরুদ্ধে লাল ঝান্ডার মিছিলে ছয়লাপ হল , আহ্বান জানালো তৃণমূলের ফ্যাসিবাদি কায়দায় শাসনের অবসানকে জোরদার করতে – ৮ই মার্চ ব্রিগেড চলো । আজকে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে  বি-জোন পোষ্ট-অফিস থেকে চণ্ডিদাস বাজার , সেইল সমবায় আবাসন অঞ্চল ও ইস্পাতনগরী সংলগ্ন গ্রামাঞ্চলে কমলাইতলা থেকে রঘুনাথপুরে ৩টি পৃথক মিছিলে ব্যপক সংখ্যায় মানুষ উপস্হিত ছিলেন । 













No comments:

Post a Comment