Wednesday 31 August 2016

সংগ্রামী ঐতিহ্য রক্ষার শপথ নিয়ে গনআন্দোলনের অমর শহীদদের স্মরণ করল ইস্পাতনগরী ।





দুর্গাপুর , ৩১শে আগষ্ট  : ১৯৫৯ এর ৩১শে আগষ্ট কলকাতার রাজপথে বামপন্হী দলগলির আহ্বানে খাদ্যর দাবীতে ভূখা মানুষের মিছিলে আক্রমন চালিয়ে  তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ ৮০ জন মানুষ কে খুন করেছিল । খাদ্য আন্দোলনের অমর শহীদ ও পরবর্তি কালের  গনআন্দোলনের  নিহত সকল শহীদের স্মরণে  সারা রাজ্যে , ৩১শে আগষ্ট গনআন্দোলনের শহীদ দিবস হিসাবে পালিত হয় ।
ভারতের কমিউনিষ্ট  পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে , আজ সন্ধ্যায় , শহীদদের স্মরণে , আগামীকালের  যুদ্ধবিরোধী শান্তি মিছিল এবং ২রা সেপ্টেঃ সাধারন ধর্মঘট সর্বাত্তক করার আহ্বান জানিয়ে , ইস্পাতনগরীর সেকেন্ডারী  মোড় ও ভগৎ সিং মোড়ে দুটি  পথসভার আয়োজন করা হয়। বহু মানুষ সভা দুটিতে যোগ দেন ।

প্রথম সভায় বক্তব্য রাখেন কমঃ নির্মল ভট্টাচার্য , ললিত মিশ্র ও আশীষ মিশ্র এবং সভাপতিত্ব করেন মলয় ভট্টাচার্য । ২য় সভায় বক্তা ছিলেন  কমঃ আল্পনা চৌধুরী , সলিল দাসগুপ্ত ও অরুন চৌধুরী এবং সভাপতিত্ব করেন বেনু দাসগুপ্ত । 



No comments:

Post a Comment