Sunday 15 October 2017

রুটি-রুজি- কারখানা বাঁচানো, গনতন্ত্র পুনরুদ্ধার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বার্তা দিয়ে ইস্পাতনগরীর রাস্তায় ঘুরল পথযাত্রা ।



দুর্গাপুর,১৫ই অক্টোঃ : আগামী ২২ অক্টোঃ বর্ধমান ( পশ্চিম ) জেলার বিপিএমও জাঠা শুরু হয়ে পরের দিন দুর্গাপুরে পৌঁছাবে । রাজ্যের জ্বলন্ত সমস্যার বিষয়ে ১৭ দফার দাবীর সাথে সাথে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরনের প্রস্তাব বাতিল , ডিএসপি কারখানার  উৎপাদন ক্ষমতা বার্ষিক ১০ মিলিয়ন টন করার জন্য কেন্দ্রীয় বিনিয়োগ , ডিএসপি ও মনেট কারখানার  উচ্ছেদ হওয়া ঠিকা-শ্রমিকদের পুনর্বহাল ,বস্তি অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সহ আরও ৮-দফা দাবীতে আজ বিকালে ইস্পাতনগরীর দু-প্রান্তে দুটি পৃথক পথযাত্রা বেরোয় । স্হায়ী ও ঠিকা ইস্পাত শ্রমিক,অবসরপ্রাপ্ত,বস্তিবাসী সহ সমাজের বিভিন্ন অংশের খেটে খাওয়া মানুষ পথযাত্রা দুটিতে অংশ নিয়ে আসন্ন বিপিএমও জাঠা সফল করার আহ্বান জানান । আশীষ-জব্বর থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন গন আন্দোলনের নেতৃত্ব নির্মল ভট্টাচার্য , কাজল চ্যাটার্জী , দীপক ঘোষ,নিমাই ঘোষ , মহিলা নেত্রী মিতা ভট্টাচার্য ,মলয় চক্রবর্তী,কৃষক নেতা অজিত মন্ডল । পদযাত্রা ইস্পাতনগরীর এ-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে আকবর রোডে শেষ হয় । অপর পদযাত্রাটি সেইল আবাসন অঞ্চলের মৌলানা আজাদ মোড় থেকে শুরু হয়ে সেইল আবাসন অঞ্চল , সেপকো টাউনশীপ , ইস্পাতনগরীর সি-জোন ও বি-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে তিলক ময়দানে শেষ হয় । পদযাত্রায় নেতৃত্ব দেন গন আন্দোলনের নেতৃত্ব সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জী ,বিশ্বরূপ ব্যানার্জী , মহিলা নেত্রী আল্পনা চৌধুরী,প্রফুল্ল মন্ডল প্রমূখ । দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক ও গন আন্দোলনের নেতৃত্ব সন্তোষ দেবরায় উভয় পদযাত্রার নেতৃত্ব দেন ।





No comments:

Post a Comment