Thursday 19 October 2017

দীপাবলী উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টলের উদ্বোধন ।



দুর্গাপুর , ১৯শে অক্টোঃ : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর এ’জোনের হর্ষবর্দ্ধন রোডের সেক্টর অফিসের সামনে সি.পি.আই.(এম ) এর দুর্গাপুর ইস্পাত ৩নং এরিয়া সাংগঠনিক কমিটির উদ্যোগে দীপাবলী উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টলের উদ্বোধন হল । উদ্বোধন করে সি.পি.আই.(এম ) এর বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য বলেন মতাদর্শের অনুশীলনে বই অপরিহার্য । তাই পার্টি কর্মীদের বই কেনা ও বই পড়ে চর্চা করার কাজটি অন্যান্য রাজনৈতিক কাজের মতই অপরিহার্য । এ ছাড়াও সাধারন মানুষের কাছে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের সম্ভার পৌঁছে দিতে উৎসবের দিনে পার্টির পক্ষ থেকে যে বুকস্টল করা হয় , তার অপরিসীম গুরুত্বের কথা তিনি ব্যাখ্যা করেন । তিনি বলেন যে বই এর বিকল্প ইন্টারনেট হতে পারে না কারন ইন্টারনেট এখনও কায়েমী স্বার্থবাদীদের হাতে কুক্ষিগত হয়ে আছে । বুকস্টলের উদ্বোধন ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মত । আনুষ্ঠানিক উদ্বোধনের সাথে সাথে আড়াই হাজার টাকার বই বিক্রী হয়ে যায় ।  উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় , কাজল চ্যাটার্জী , দীপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।








No comments:

Post a Comment