Friday 27 October 2017

বিপিএমও পদযাত্রা কে বিপুল সম্বর্ধনা জানালো দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা ।



দুর্গাপুর , ২৩শে অক্টোবর : গত ২২শে অক্টোঃ পূর্ব ঘোষিত কর্মসূচী অনুসারে বিপিএমও ( বেঙ্গল প্ল্যাটফর্ম অফ মাস্ অর্গানাইজেশন ) এর আহ্বানে জনগনের জ্বলন্ত সমস্যা সমাধানে জন্য ১৭-দফা দাবীতে পঃ বঙ্গের ১১টি জায়গা থেকে পদযাত্রা শুরু হয়েছে আগামী ১২ দিন ধরে এই পদযাত্রা চলবে
 ২২শে অক্টোঃ বর্ধমান ( পশ্চিম ) এর পদযাত্রার সূচনা হয় আসানসোল থেকে আনুষ্ঠানিক সূচনা করেন সারা ভারত কৃষকসভার সর্বভারতীয় সহ-সভাপতি মদন ঘোষ
পদযাত্রার দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয় বাঁশরা কোলিয়ারী থেকে এর পরে বিকালে পদযাত্রা দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে এসে পৌঁছালে দুর্গাপুর ইস্পাত মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক , উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিক ইস্পাতনগরীর সাংস্কৃতিক কর্মীরা পদযাত্রীদের বিপুল ভাবে সম্বর্ধনা জানায় পদযাত্রায় পা মিলিয়ে সিটি সেন্টার অবধি যায় সিটি সেন্টারে কালকের পদযাত্রার রাত্রিকালীন বিরতি হয়
আজ সকালে , সিটি সেন্টার থেকে পদযাত্রা শুরু হয়ে পানাগড়ের বিরুডিহায় মধ্যাহ্নকালীন বিরতি হয় বীরভূমের পদযাত্রার সাথে মিশে যায় পরে পানাগড়ের রেলপারে বর্ধমান ( পূর্ব ) এর পদযাত্রার সাথে যুক্ত হয়ে কোলকাতার উদ্দেশ্য রওনা দেয়

বিপিএমও এর পক্ষ মদন ঘোষ জানিয়েছেন যে এই পর্যায় এর পদযাত্রা শেষ হলে দ্বিতীয় পর্যায়ের পদযাত্রা শুরু হবে ।


























No comments:

Post a Comment