Tuesday 2 October 2018

দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সুরক্ষায় বেহাল দশার বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,২রা অক্টো :  দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সুরক্ষায় কর্তৃপক্ষের চরম ব্যর্থতা বারে বারে সামনে আসছে । এই ব্যর্থতার সাম্প্রতিকতম বলি হলেন ঠিকা শ্রমিক শেখ আমিন । গত ২৫শে সেপ্টেঃ কোক ওভেন বিভাগে স্ক্র্যাপ কেটে নামানোর সময়  ভয়াবহ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় । অভিযোগ, যে এই ঘটনায় যুক্ত ঠিকাদার সংস্হার কোন ওয়ার্ক-পারমিট ছিল না এবং মৃত কর্মির এই বিষয়ে কাজের কোন অভিজ্ঞতা ছিল না । অপর দিকে শ্রমিক প্রতিনিধিদের কে নিয়ে তৈরি সেফটি কমিটি গুলি কে নিষ্ক্রিয় করে রাখার জন্য দুর্ঘটনা এবং শ্রমিক-আধিকারিকদের আহত ও নিহত হওয়ার ঘটনা বাড়ছে বলে শ্রমিকরা বার বার অভিযোগ করলেও কর্তৃপক্ষ কানে তুলছে না । অবিলম্বে সেফটি কমিটি চালু ও নিহত ঠিকা শ্রমিক শেখ আমিনের পরিবার কে উপযুক্ত ক্ষতিপূরনে,পোষ্যের চাকুরীর দাবিতে আজ কোক ওভেনের জি.এম -র দফ্তরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ডাকে আজ শ্রমিক-বিক্ষোভ হয় । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,ললিত মিশ্র,সুব্রত ঘোষ,প্রকাশতরু চক্রবর্তী ও দিপক ঘোষ । ইউনিয়ন এর পক্ষে কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয়েছে ।




No comments:

Post a Comment