Sunday 21 October 2018

সেইলের চেয়ারম্যান এর কাছে অবিলম্বে এএসপি-ডিএসপির আধুনিকিকরন-সম্প্রসারন সহ এক গুচ্ছ দাবি জানালো সি.আই.টি.ইউ।




দুর্গাপুর,২১শে অক্টোঃ : গতকাল দুর্গাপুরে সেইলের চেয়ারম্যান এর সাক্ষাৎ করে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে অবিলম্বে সুরাহ এর দাবি জানানো হয়। বিশ্বরূপ ব্যানার্জীর নেতৃত্বে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের ৯ সদস্যের এক প্রতিনিধি দল সেইলের চেয়ারম্যান এর কাছে দেখা করেন । ছিলেন অন্যান্য ইউনিয়ন এর প্রতিনিধিরাও । এএসপি-ডিএসপির আধুনিকিকরন-সম্প্রসারন ছাড়াও কারখানার নীতিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহনে কার্যকরী ভূমিকার জন্য দায়িত্ব নির্দিষ্ট ও মার্কেটিং ব্যবস্হা ঢেলে সাজানো ,স্হায়ি শ্রমিক নিয়োগ ও নিয়োগে কারখানার স্বার্থে স্হানীয়দের প্রাধান্য,মৃত শ্রমিকের পোষ্য ও ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের নিয়োগ, কারখানার শিল্প নিরাপত্তা-সুরক্ষায় বিভাগীয় স্তরে দ্বিপাক্ষিক কমিটির পুনরুজ্জীবন সহ অন্যান্য বিষয় ,অবিলম্বে এন-জে-সি-এস এর আলোচনা শুরু এবং বকেয়া ছুটি বিক্রি-ঘর ভাড়া – পেনশন-ইনসেনটিভ বিষয়ে ফয়সালা ,হাসপাতাল-টাউনশিপ এর সুষ্ঠ পরিসেবা ও আধুনিকিকরন,কোয়ার্টার-জমি লিজিং-লাইসেন্সিং এর বিষয়ে অবিলম্বে সুরাহ চেয়ে চেয়ারম্যানের কাছে দাবি জানানো হয়েছে । অন্যান্য ইউনিয়ন এর পক্ষ থেকেও এই দাবি গুলিকে সমর্থন জানানো হয় ।

No comments:

Post a Comment