Tuesday 30 October 2018

পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাস-কেরোসিনের দাম কমানোর দাবিতে ইস্পাতনগরীর সব কটি পেট্রোল পাম্পে অবস্হান-বিক্ষোভ ।




দুর্গাপুর,৩০শে অক্টোঃ : আজ বামপন্হি ও সহযোগি দলসমূহ রাজ্য জুড়ে জ্বালানী পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি , নিত্যপ্রয়োজনীয় জিনিষের লাগাতার দাম বৃদ্ধি সহ কেন্দ্রিয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধে রাজ্যের পেট্রোল পাম্প গুলির সামনে অবস্হান বিক্ষোভের ডাক দেওয়া হয় ।  ইস্পাতনগরীর চারটি পেট্রোল পাম্পের সামনেই অবস্হান-বিক্ষোভ হয়। দুর্গাপুর ইস্পাত ১,২,৩ এরিয়া কমিটি ও দুর্গাপুর পশ্চিম ১ এরিয়া কমিটির পক্ষে যথাক্রমে  প্রিয়দর্শিনী ইন্দিরা সরনী,ভগৎ সিং মোড়, রামমোহন এভিন্যু ও পাঁচমাথা মোড় সংলগ্ন পেট্রোল পাম্প সমূহের সামনে অবস্হান-বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ গুলিতে বক্তব্য রেখেছেন সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তী,নির্মল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ।






No comments:

Post a Comment