Monday 18 January 2021

অবিলম্বে বেতন-চুক্তির দাবিতে সিআইটিইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় দফায় দফায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১৮ই জানুঃ :কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সেইল ও আরআইএনএল এর বেতন-চুক্তি ২০১৭ সাল থেকে বকেয়া পড়ে আছে । এর ফলে হাজার হাজার স্হায়ী ও ঠিকা ইস্পাত শ্রমিক আর্থিক ভাবে নিদারুন ক্ষতিগ্রস্হ হচ্ছেন । অবিলম্বে বেতন-চুক্তির দাবিতে সিআইটিইউ এর নেতৃত্বে সেইল ও আরআইএনএল-এ ইস্পাত শ্রমিকরা আন্দোলন গড়ে তুলেছেন । আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানায় দফায় দফায় শ্রমিক বিক্ষোভ । অবিলম্বে বেতন-চুক্তি,ঠিকা শ্রমিকদের বকেয়া প্রদান,উচ্ছেদ ও ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে বহাল,কোভিডে মৃত ইস্পাত শ্রমিকদের পোষ্যের চাকরী সহ বিভিন্ন দাবিতে সকালে প্রথমে অর্জুন মূর্তির সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখান । পরে শ্রমিকরা ইডি(ওয়ার্কস)-এর দপ্তরে মিছিল করে যান ও বিক্ষোভ সমাবেশে যোগদান করেন । সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি, উজ্বল গণ,সীমান্ত চ্যাটার্জি ও প্রদ্যুৎ মুখার্জি । সমাবেশ চলাকালীন কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দেন ইউনিয়ন নেতৃবৃন্দ ।









No comments:

Post a Comment