Tuesday 26 January 2021

প্রজাতন্ত্র দিবসে মানব-বন্ধন : উদ্বোধন হল ইস্পাত ওয়েলফেয়ার ট্রাষ্টের কার্যালয় ।

 



দুর্গাপুর,২৬শে জানুঃ : আজ প্রজাতন্ত্র দিবসে সকালে বি.টি.রণদিভে ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । উত্তোলন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)-এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী । পরে ইউনিয়নের পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে প্রজাতন্ত্রের মৌলিক ভিত্তি কে রক্ষা করার শপথ নিয়ে মানব-বন্ধন করা হয় । সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ২ ও ৩ এর ডাকে ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোনে দু’টি পৃথক মানব-বন্ধন হয় । অন্যদিকে,আজ বি.টি.রণদিভে ভবনে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)-এর উদ্যোগে গঠিত ,”ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট”-এর কার্যালয়ের উদ্বোধন হয় । উদ্বোধন করেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় । তিনি ইউনিয়ন এর জন সেবামূলক কাজের ভূয়সি প্রশংসা করেন । এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,মলয় ভট্টাচার্য ও সীমান্ত চ্যাটর্জি । ”ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট”-এর সাধারন সম্পাদক সীমান্ত চ্যাটর্জি জানিয়েছেন যে ট্রাস্ট এর পক্ষ থেকে সেবামূলক কাজ শুরু হয়ে গেছে । ট্রাস্ট এর পক্ষ থেকে  গ্রুপ মেডিক্যাল বিমা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৭০০ জন এই গ্রুপ মেডিক্যাল বিমায় তাদের পরিবারের সদস্য সহ অন্তর্ভূক্ত হতে চেয়ে আবেদন জানিয়েছেন । ইস্পাত কর্মী সহ অন্যান্যরা ও তাদের পরিবারের সদস্য এই গ্রুপ মেডিক্যাল বিমায় মাত্র ২০০ টাকায় বিনিময়ে অন্তর্ভূক্ত হতে পারবেন ।













No comments:

Post a Comment