Wednesday 20 January 2021

দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের পাশে দাঁড়াল রাষ্ট্রায়ত্ব সেইল-আরআইএনএল এর ইস্পাত শ্রমিক-আধিকারিকরা : এনজেসিএর বৈঠক ব্যর্থ,সর্বাত্মক লড়াই এর ডাক সিআইটিইউ-র ।

 


দুর্গাপুর,২০শে জানুঃ মোদি সরকারের দানবীয় ৩ কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সহ সারা দেশে চলছে  ঐতিহাসিক কৃষক আন্দোলন । প্রচণ্ড শীতের মধ্যে দিল্লিতে ঢোকা-বের হওয়ার ৭টি প্রান্তের মূল রাস্তার সব কটিতে আন্দোলনরত কৃষকরা অবস্হান করছেন।

 গতকাল,দুর্বার কৃষক আন্দোলন কে সমর্থন জানিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানা দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-আধিকারিক সহ অন্যান্যদের কাছে সংগৃহীত ৬০,০০০ টাকা নতুন দিল্লিতে সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় দফতরে গিয়ে সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্পাদক হান্নান মোল্লার হাতে তুলে দিলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)-র নেতৃবৃন্দ। সেখানেই ভিলাই স্টীল প্ল্যান্ট সহ ইস্পাত শিল্পের অন্যান্য ইউনিটের সিআইটিউ-ভুক্ত ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে আরো মোট ৫০,০০০ টাকাও তুলে দেওয়া হয়। ভাইজাগ স্টীল প্ল্যান্টের সিআইটিইউ ভুক্ত ট্রেড ইউনিয়ন গুলি ৩,৫০,০০০ টাকা এই আন্দোলনে পাঠিয়েছে।আগেই   লক্ষ টাকার বেশি অর্থ সিপিআই(এম) এর দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটি দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়ের পক্ষ থেকে এই আন্দোলনের সমর্থনে পাঠানো হয়েছে।

সিআইটিউ' সর্বভারতীয় সম্পাদক তপন সেন সহ ইস্পাত শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে ছিলেন  বিশ্বরূপ ব্যানার্জী, ললিত মোহন মিশ্র, সৌরভ দত্ত ,সৌরেন চ্যাটার্জি,অযোধ্যা রামু সুরেশ।

কৃষক আন্দোলনে পাশে দাঁড়ানোর জন্য আন্দোলনের পক্ষ থেকে সেইল-আরআইএনএল এর ইস্পাত শ্রমিক-আধিকারিকদের অভিনন্দন জানান হান্নান মোল্লা।“এই কৃষক আন্দোলনের পাশে থাকাটা শ্রমিক তথা সাধারণ মানুষের  কর্তব্য,দায়বদ্ধ"- বলে মন্তব্য করেছন তপন সেন ।পরে দিল্লির সীমান্তে উত্তরপ্রদেশেরগাজিয়াবাদ জেলার মোহনপুরের কাছে গাজিপুরে ইস্পাত শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলনরত কৃষকদের সাথে কথা বলেন ।

  এদিকে আজ দিল্লিতে অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ব সেইল-আরআইএনএল এর ইস্পাত শ্রমিকদের বেতন-চুক্তির বৈঠক এনজেসিএস এর আলোচনা কোন ফয়সালা ছাড়াই শেষ হয় ।উল্লেখ্য যে গত ২০১৭ সালের ১লা জানুঃ থেকে রাষ্ট্রায়ত্ব সেইল-আরআইএনএল এর ইস্পাত শ্রমিকদের বেতন-চুক্তি বকেয়া পড়ে আছে।  সিআইটিইউ এর পক্ষ থেকে কর্তৃপক্ষের দেওয়া ১০-বছর মেয়াদের বেতন-চুক্তির প্রস্তাব দৃঢ় ভাবে নাকচ করা হয় ও বর্তমানের ৫-বছর মেয়াদের বেতন-চুক্তি বহাল রাখার দাবি জানানো হয় । একই সাথে সিআইটিইউ এর পক্ষ থেকে ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তি,৬% হরে পেনশন, ২০১৭ সালের ১লা জানুঃ থেকে এরিয়ার,বিনা সিলিং এর গ্র্যাচুইটি সহ অন্যান্য দাবি জানানো হয় । যদি অবিলম্বে যথাযথ দাবি মানা না হয়,তবে সিআইটিইউ এর পক্ষ ইস্পাত শিল্পে সর্বাত্মক আন্দোলন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।












No comments:

Post a Comment