Friday 12 March 2021

ফুল বদল বা ভোল বদল নয়,নীতি বদল চাই শ্রমজীবি মানুষের স্বার্থে : আভাস রায় চৌধুরী ।

 


দুর্গাপুর,১২ই মার্চ : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে আন্দোলনরত ইস্পাত শ্রমিকদের সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সিআইটিইউ নেতা ও আসন্ন বিধানসভা নির্বাচনে দুর্গাপুর ( পূর্ব )-এর সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআই-এম প্রার্থী আভাস রায় চৌধুরী । তিনি বলেন যে উদারনীতিবাদের আঁতুরঘরে কর্পোরেটের স্বার্থবাহী রাষ্ট্রায়ত্ব কারাখানা-খনি-ব্যাঙ্ক-বীমা-বন্দর বিক্রি-বন্ধ থেকে কৃষক-বিরোধী কৃষি আইন জন্ম হয় যা দেশে সীমাহীন বেকারী-দারিদ্র্যতার জন্ম দিচ্ছে । এই নীতি লাগু করতে মোদি থেকে মমতা সরকার সমান তৎপর । এই দুর্গাপুর দেখছে মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট,ডিটিপিএস বিক্রি বা বন্ধ করতে চাইছে যখন,তখন মমতা সরকার ডিসিএল-ডিপিএল বিক্রি বা বন্ধ করতে চাইছে । মোদি সরকারের সর্বনাশা কৃষি আইন নিয়ে আসার আগেই রাজ্যে মমতা ব্যানার্জি সরকার রাজ্যে কর্পোরেটদের স্বার্থে কৃষি আইন নিয়ে এসেছে । বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার সমস্ত সরকারি কাজে বেসরকারী লোক নিয়োগের আদেশ জারী করেছে।পঃ বঙ্গে শূন্য পদে লোক নিয়োগ হচ্ছে না ।ফলে কর্মসংস্হানের জায়গা সংকুচিত হয়ে বেকারী-কর্মহীনতা ভয়াবহ আকার ধারন করেছে।শুধু তাই নয়।২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে সিআইটিইউ করার অপরাধে ৪০০০ ঠিকা শ্রমিক কে শাসক দল কাজ থেকে উৎখাত করে।  মোদি সরকার শ্রমিক অধিকার কেড়ে নিতে শ্রম-কোড নিয়ে এসেছে । আসলে বিধানসভা বা লোক সভায় বাম বিধায়ক বা সাংসদ না থাকলে শক্তির ভারসাম্য শ্রমজীবি পক্ষে থাকে না । বর্তমানে চলা দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের আন্দোলন থেকে শ্রমিক-কৃষক- শ্রমজীবি মানুষের প্রতিটি লড়াই এক সূত্রে গাঁথা । নীতিবদলের  এই লড়াই কে সফল করতে আসন্ন বিধানসভায় তিনি শ্রমজীবি মানুষের পক্ষালম্বনকারি বামপন্হী ও সহযোগিদের বেশী সংখ্যায় নির্বাচিত করার আহ্বান জানান। রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সেইল ও আরআইএনএল এ অবিলম্বে সম্মানজনক ও ৫-বছর মেয়াদী বেতন-চু্ক্তি,বিগত বেতন-চু্ক্তির বকেয়া প্রদান,করোনায় মৃত শ্রমিকদের পোষ্যের চাকুরী, সেইল ও আরআইএনএল এর কোন বেসরকারীকরন নয়,অবিলম্বে শূন্য পদে নিয়োগ, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীরন ও সম্প্রসারনের দাবি সহ এক গুচ্ছ দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা আজকের বিক্ষোভ সমবেশে যোগদান করেন । এর আগে দুর্গাপুর ইস্পাত কারখানার ৪২ টি বিভাগে দাবি-সনদের উপরে শ্রমিকদের কাছে ইউনিয়নের পক্ষ থেকে সাক্ষর সংগ্রহ করা হয় । আভাস রায় চৌধুরী ছাড়াও বিক্ষোভ সমবেশে বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিদায়ী সিপিআই-এম বিধায়ক ও শ্রমিক নেতা সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,প্রদ্যুৎ ব্যানার্জি প্রমুখ। ছিলেন কয়লা শ্রমিক আন্দোলনের নেতা গৌরাঙ্গ চ্যাটার্জি । বিক্ষোভ সমবেশ চলাকালিন ইউনিয়নের প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা করেন ।






































No comments:

Post a Comment