Sunday 7 March 2021

ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বস্তি-বাসীদের সমস্যা সমাধানের দাবি জানিয়ে বিশাল পদযাত্রা ।

 


দুর্গাপুর,৭ই মার্চ : গভীর সংকটে জর্জরিত দেশের সাধারন মানুষ । সেই সংকটের রেশ আছড়ে পড়ছে বস্তি-বাসীদের ওপরে । অধিকাংশ পরিবার প্রান্তিক আয়ের উপর নির্ভরশীল । ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বস্তি-বাসীদের সমস্যা আরও বেড়েছে । কারন খোদ শিল্পনগরীতে শিল্প পড়েছে গভীর সংকটে । কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকার দুর্গাপুরের শিল্পের ভিত্তিভূমি রাষ্ট্রায়ত্ব সংস্হা গুলি কে বেচে দেওয়ার যে নীতি গ্রহন করেছে ও কর্ম সংকোচনের নীতি গ্রহন করেছে । নতুন শিল্প আসে নি । ফলে  রাষ্ট্রায়ত্ব সংস্হা কে ঘিরে গড়ে ওঠা দুর্গাপুরের অর্থনীতি এখন সংকটে পড়েছে। ফলে জোর ধাক্কা খাচ্ছে শহরের ব্যবসা-বাণিজ্য-অসংগংঠিত সহ কর্মসংস্হানের প্রায় সমস্ত ক্ষেত্র । রাজ্যের শাসক দলের মদতে চলছে তোলাবাজি-কাটমানি-সিন্ডিকেট রাজ । লকডাউনের সময় বিভিন্ন সরকারি প্রতিশ্রুতির ফানুস ফেটে গেছে ।সরকারি প্রকল্পের সুবিধা সবার কাছে পৌঁছানোর বদলে চলছে চরম দলবাজী । ফলে ওষ্ঠাগত বস্তি-বাসীদের জীবন । লকডাউনের সময় পাশে দাঁড়িয়েছিল বামপন্হী কর্মীরা । বিরোধী কন্ঠ দমানোর জন্য শাসকদলের প্রতি মুহূর্তের লাল চোখ ও সন্ত্রাসের মুখে সিঁটিয়ে থাকা  বস্তি-বাসীরা এবার মুখ খুলতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দুর্গাপুর ইস্পাত বি-জোন আঞ্চলিক কমিটির আহ্বানে আজ সকালে আজ দলে দলে তারা যোগ দেন পদযাত্রায় । বাস করা জমির আইনি স্বীকৃতি,বিদ্যুৎ সংযোগ,পরিশ্রুত পানীয় জল,সবার জন্য ডিজিটাল কার্ড ও মাথা পিছু ১০-কেজি খাদ্য-শস্য,শহরাঞ্চলে ২০০ দিনের কাজের গ্যারান্টি ও মজুরী বৃদ্ধি, বেকার ভাতা,মদ-জুয়া-সাট্টার বিরুদ্ধে ও মহিলাদের সম্মান রক্ষার্থে পুলিশ প্রশাসনের তৎপরতা বৃ্দ্ধি সহ ১৩-দফা দাবিতে এডিসন রোডের পুকুর পাড় বস্তি থেকে দাবি-সম্বলিত প্ল্যাকার্ড-ফেস্টুনে সজ্জিত সুদৃশ্য পদযাত্রা শুরু হয় । পদযাত্রার উদ্বোধন করেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় । এর পরে পদযাত্রায় অন্যান্যদের সাথে পা মেলান সন্তোষ দেবরায়,মহাব্রত কুন্ডু,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি,আকাশতরু চক্রবর্তি প্রমুখ ।জেসি বোস,উইলিয়াম কেরী,মহুয়া বাগান,এস এন বোস,নাগর্জুন,নাগার্জুন রোড হয়ে  ইস্পাত পল্লীতে পদযাত্রা শেষ হয়। সমাপ্তি ভাষন দেন আকাশতরু চক্রবর্তি ।

















No comments:

Post a Comment