Monday 22 March 2021

তৃণমূল ও বিজেপির নীতির ফলে শুকিয়ে মরছে দুর্গাপুর,বাঁচাতে দরকার সংযুক্ত মোর্চার সরকার : আভাষ রায় চৌধুরী।

 


দুর্গাপুর,২২শে মার্চ : আজ সকালে সংযুক্ত মোর্চা সমর্থিত,বামফ্রন্ট মনোনীত সিপিআই-এম প্রার্থী আভাষ রায়চৌধুরীর সমর্থনে ইস্পাতনগরীর বি-জোনের আর্যভট্ট রোড থেকে সিপিআইএম ও জাতীয় কংগ্রেসের একটি যৌথ বিশাল নির্বাচনী মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয়। চন্ডিদাস বাজারে বক্তব্য রাখতে গিয়ে আভাষ রায়চৌধুরী স্মরণ করিয়ে দেন যে কি ভাবে তৃণমূল ও বিজেপির নীতির ফলে অ্যালয় স্টিল প্ল্যান্ট-দুর্গাপুর কেমিক্যলস-ডিটিপিএস-ডিপিএল সহ দুর্গাপুর ইস্পাত কারখানার মত দুর্গাপুরের ভিত্তি রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে ধ্বংস করার হাত থেকে বাঁচাতে দুর্গাপুরবাসী “ দুর্গাপুর বাঁচাও” আন্দোলন করছেন । তাই দুর্গাপুর বাঁচাতে, রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে বাঁচাতে ও দুর্গাপুরের শিল্পায়ন কে পুনরায় শুরু করার জন্য তিনি রাজ্যে সংযুক্ত মোর্চার সরকার প্রতিষ্ঠা করার জন্য সংযুক্ত মোর্চার প্রর্থীদের জয়ী করার জন্য আহ্বান জানান । এর পরে প্রার্থী কে নিয়ে চন্ডিদাস বাজারে ক্রেতা-বিক্রেতাদের পরিচয়ের কর্মসুচীতে জনগনের ব্যাপক সাড়া মেলে । অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জি,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি,স্বপন সরকার,আল্পনা চৌধুরী প্রমুখ ।





No comments:

Post a Comment