Monday 5 April 2021

সেইলের বেতন-চুক্তির আলোচনার মাঝে দুর্গাপুর ইস্পাত কারখানার বিক্রি করার ঘোষনা : সিআইটিইউ এর কড়া হুঁশিয়ারী ।

 


দুর্গাপুর,৫ই এপ্রিল : গত ৩১শে মার্চ দিল্লিতে অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক  সংস্হা সেইল ও আরআইএনএল এর বেতন-চুক্তির ৫-দফা আলোচনার সময় কর্তৃপক্ষর থেকে ইউনিয়ন গুলির প্রতিনিধিদের কে হুমকি দিয়ে জানায় যে কর্তৃপক্ষ প্রথম দফায় দুর্গাপুর ইস্পাত কারখানা ও দ্বিতীয় দফায় ভিলাই স্টিল প্ল্যান্ট বিক্রি করতে চলেছে । তৎক্ষনাত উপস্হিত সিআইটিইউ এর সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন সহ সিআইটিইউ এর প্রতিনিধিবৃন্দ তীব্র প্রতিবাদ করে কড়া হুঁশিয়ারী দিয়ে অবিলম্বে সেইলের কর্তৃপক্ষ কে এই ধরনের পদক্ষেপ গ্রহন করার থেকে বিরত থাকতে বলে এবং অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারন ও শ্রমিক-স্বার্থবাহী বেতন-চুক্তির দাবি জানান । প্রসঙ্গত,২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হওয়ার পরে,ধারাবাহিক ভাবে রাষ্ট্রায়ত্ব সংস্হা বিক্রি করার যে উদ্যোগ গ্রহন করা হয়,তার কোপে পড়ে দুর্গাপুরে  অপর কারখানা অ্যালয় স্টিল প্ল্যান্ট । এর বিরুদ্ধে সিআইটিইউ সহ অন্যান্য কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ “অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাও, দুর্গাপুর বাঁচাও” গড়ে তুলে তীব্র আন্দোলন শুরু করলে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বিক্রির চেষ্টা আটকে যায় । এরই মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানা বিক্রির ঘোষনা শুরু হতেই গোটা দুর্গাপুর শিল্পাঞ্চলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে ।

  অন্যদিকে,২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল ও আরআইএনএল এর স্হায়ী ও ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি বকেয়া পড়ে আছে । ২০১৭ সালের জানুয়ারী মাস থেকেই এনজেসিএস এর বৈঠক শুরু করার জন্য সিআইটিইউ ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে ।আজ, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ ) এর ডাকে অবিলম্বে বেতন-চুক্তি ও অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) এর দপ্তরের সামনে শ্রমিক-কর্মচারীদের বিশাল বিক্ষোভ সমাবেশ হয় । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ পরিষ্কার জনিয়ে দেন যে সিআইটিইউ কোন ভাবেই শ্রমিকদের গ্র্যাচুইটি-পেনশন-এরিয়ার সহ বর্তমান সুযোগ-সুবিধার কোন ছাঁটাই বরদাস্ত করবে না । বক্তারা জানান যে সিআইটিইউ কর্তৃপক্ষ কে পরিস্কার করে জানিয়েছে যে,৫-বছর মেয়াদী বেতন-চুক্তি, ২০১৭ সালের ১লা জানুঃ থেকে এরিয়ার,ওপেন এন্ডেড স্কেল,নতুন এস-১২ ও এস-১৩ গ্রেড,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি,গত বেতন-চুক্তির সম অথবা অধিক নূন্যতম গ্যারন্টেড বেনিফিট ( ১৭% অথবা তার বেশী) প্রভৃতি দাবিতে সিআইটিইউ তার অবস্হানে অনড় থাকবে । দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের দাবির থেকেও সিআইটিইউ সরবে না । যদি সেইল কর্তৃপক্ষ বেতন-চুক্তি ও অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের দাবিতে টালবাহানা করতে থাকে,তাহলে সিআইটিইউ আরও বৃহত্তর ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে । প্রয়োজনে ধর্মঘট করবে । সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যান্যার্জি,ললিত মিশ্র,গোপাল দাস ও প্রদ্যুত মুখার্জী। সমাবেশে চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন । পরে শ্রমিকদের একটি বিশাল মিছিল ইডি(ওয়ার্কস) এর দপ্তরের চত্বরে প্রদক্ষিন করে । বেতন-চুক্তি ও অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ ) এর ধারাবাহিক লড়াই এর পাশে প্রথম থেকেই দাঁড়িয়েছেন দুর্গাপুর(পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় । বর্তমানে এই লড়াই এর পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছেন দুর্গাপুর(পূর্ব ) কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত,বামফ্রন্ট মনোনীত সিপিআই-এম প্রার্থী আভাষ রায়চৌধুরী । এ কথা নিঃসন্দেহে বলা যায় যে আসন্ন বিধান সভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারের দুর্গাপুর ইস্পাত কারখানার বিক্রি করার ঘোষনা, ইস্পাত শ্রমিকদের বেতন-চুক্তি,অ্যালয় স্টিল প্ল্যান্ট ও  দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন-সম্প্রসারনের দাবি বড় ইস্যু হতে চলেছে ।










No comments:

Post a Comment