Monday 12 April 2021

দুর্গাপুর বাঁচাতে,রাজ্য বাঁচাতে গড়ে উঠেছে সংযুক্ত মোর্চা : দেবলীনা হেমব্রম ।

 


দুর্গাপুর,১২ই এপ্রিল : আজ সন্ধ্যায়, দুর্গাপুর(পূর্ব)-এর সংযুক্ত মোর্চা সমর্থিত,বামফ্রন্ট মনোনীত সিপিআই-এম প্রার্থী আভাষ রায়চৌধুরীর সমর্থনে ইস্পাতনগরীর হর্ষবর্ধন রোডের আপনজনের মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্যা দেবলীনা হেমব্রম । তিনি বলেন যে দুর্গাপুর শিল্পাঞ্চল সহ রাজ্যের সর্বত্র শিল্প কে ধ্বংস করেছে রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রের বিজেপি সরকারের দোসরের কাজ করছে । অন্যদিকে বিপন্ন করেছে রাজ্যের গনতন্ত্র ও সাম্প্রদায়িক-ভাষাগত সম্প্রীতি। তাই রাজ্য কে বাঁচাতে তৃণমূল ও বিজেপি উভয় কে পরাস্ত করতে গড়ে উঠেছে সংযুক্ত মোর্চা । তিনি দুর্গাপুর(পূর্ব)-এর সংযুক্ত মোর্চা সমর্থিত,বামফ্রন্ট মনোনীত সিপিআই-এম প্রার্থী আভাষ রায়চৌধুরী কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন আভাষ রায়চৌধুরী, ভারতের জাতীয় কংগ্রেসের বাঁকুড়া জেলার সভাপতি নীলমাধব গুপ্ত ও নির্মল ভট্টাচার্য । এদিকে আজ সকালে ও বিকালে যথাক্রমে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে দুটি পৃথক বৃহৎ শ্রমিক সমাবেশে ‘টিম সংযুক্ত মোর্চার’ পক্ষ থেকে বক্তব্য রাখেন দুর্গাপুর(পূর্ব)-এর সংযুক্ত মোর্চা সমর্থিত,বামফ্রন্ট মনোনীত সিপিআই-এম প্রার্থী আভাষ রায়চৌধুরী ও দুর্গাপুর(পশ্চিম)-এর সংযুক্ত মোর্চা সমর্থিত,জাতীয় কংগ্রেসের প্রার্থী দেবেশ চক্রবর্তী সহ সিআইটিইউ-আইএনটিইউসি-টিইউসিসি-র নেতৃবৃন্দ ।

    অন্যদিকে, আজ সকালে,দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোন মেজর পার্কে সাংস্কৃতিক সংগঠন প: বঙ্গ গণতন্ত্রিক লেখক শিল্পী সংঘ,ভারতীয় গণনাট্য সংঘ,শিল্পায়ন (দুর্গাপুর) ও লহরী (দুর্গাপুর) এর মিলিত প্রয়াসে জাতীয় পথনাটক দিবস পালন হলো গানে-কথা-কবিতা ও তিনটি পথ নাটক মঞ্চস্হ করে।  এছাড়াও প্রকাশিত হলো প: বঙ্গ গণতন্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম বর্ধমান জেলা কমিটির ছড়া সংকলন 'দুঃসময়ের কবিতা'।




























































No comments:

Post a Comment