Sunday 18 April 2021

দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিলের বাঁচানোর লড়াই এর উত্তাপে ইস্পাতনগরীতে তৃণমূল-বিজেপির ‘বাইনারি’ বেহাল : আভাষ রায়চৌধুরীর সমর্থনে ইস্পাতনগরীতে পদযাত্রা ।

 


দুর্গাপুর,১৮ই এপ্রিল : বিধান সভার নির্বাচনে দুর্গাপুরে সব থেকে বেশী   আলোচিত বিষয় হল কারখানা বাঁচানোর লড়াই।এই লড়াই এর উত্তাপে হালে পানি পাচ্ছে না তৃণমূল-বিজেপির ‘দ্বৈরথ’।কারন উভয় দলের রাষ্ট্রায়ত্ব কারখানা,শিল্প ও শ্রমিক বিরোধী এক নীতি - দুর্গাপুরের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। ইস্পাতনগরীতে মানুষের মধ্যে কেন্দ্রের মোদি সরকারের  দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিলের বিক্রির চেষ্টার সাথে ইস্পাত শ্রমিকদের ৫ ধরে বেতন-চুক্তি বকেয়া,কোয়ার্টার-জমি লিজ-লাইসেন্সিং নিয়ে টালবাহানা,রাজ্যের তৃণমূল সরকারে দামোদর নদ ও দুর্গাপুর ব্যারেজ সংস্কারে অবহেলা করা মত গুরুত্বপূর্ন দাবি গুলিও অন্যতম নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে । এই সব ইস্যুতে সিপিআই-এম সহ বাম দল ও কংগ্রেস দীর্ঘদিন ধরে গড়ে তুলেছে যৌথ আন্দোলন । দুর্গাপুর(পূর্ব)-এর সংযুক্ত মোর্চা সমর্থিত,বামফ্রন্ট মনোনীত সিপিআই-এম প্রার্থী আভাষ রায়চৌধুরী ও দুর্গাপুর(পশ্চিম)-এর সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী দেবেশ চক্রবর্তী সরসরি এ বিষয়ে ইস্পাত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন । উভয় প্রার্থীর নির্বাচনী প্রচারে ব্যাপক জনসমাগম বুঝিয়ে দিয়েছে যে দুর্গাপুরের নির্বাচনে শিল্প ও শ্রমিক স্বার্থ রক্ষা গুরুত্বপূর্ন ইস্যু হয়ে উঠেছে ।

আজ সকালে,ইস্পাতনগরীতে দুর্গাপুর(পূর্ব)-এর সংযুক্ত মোর্চা সমর্থিত,বামফ্রন্ট মনোনীত সিপিআই-এম প্রার্থী আভাষ রায়চৌধুরীর সমর্থনে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে দুটি পদযাত্রা হয় । সকালে,প্রথম পদযাত্রা ভগৎ সিং মোড় থেকে শুরু চন্ডীদাস বাজার হয়ে বি-জোন হেলথ সেন্টার মোড়ে শেষ হয়।উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি,স্বপন সরকার প্রমুখ । সংযুক্ত মোর্চার পক্ষ থেকে দ্বিতীয় পদযাত্রা শুরু হয় এ-জোনের ডি-সেক্টার মার্কেট থেকে পদযাত্রা শুরু হয়ে আশিস মার্কেট,স্টিল মার্কেট হয়ে ট্রাঙ্ক রোডে শেষ হয় । পদযাত্রায় উপস্হিত ছিলেন সিপিআই-এম প্রার্থী আভাষ রায়চৌধুরী,নির্মল ভট্টাচার্য,দিপক ঘোষ,জীবন আইচ প্রমুখ ।



























































No comments:

Post a Comment