Saturday 31 July 2021

ইস্পাতনগরীতে পালিত হল মুন্সী প্রেমচাঁদের ১৪১-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,৩১শে জুলাই : আজ মহান সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের ১৪১-তম জন্মবার্ষিকী । ইস্পাতনগরীতে আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই মহান সাহিত্যিক কে স্মরণ করা হলো । মুন্সি প্রেমচাঁদ সাংকৃতিক মঞ্চের পক্ষ থেকে সকালে ট্রাঙ্ক রোড মোড়ে মুন্সি প্রেমচাঁদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন সীমান্ত তরফদার,বিশ্বরূপ ব্যানার্জি,সুভাষচন্দ্র মিশ্র,তারকেশ্বর পাণ্ডে,কানাই বিশ্বাস, স্বপন মজুমদার প্রমুখ।সন্ধ্যায় এই উপলক্ষ্যে চিত্তব্রত মজুমদার ভবনে মুন্সি প্রেমচাঁদ সাংকৃতিক মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

     সকালে অপর একটি অনুষ্ঠানে,পঃ বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সহযোগিতায় “লহরী” শিল্পী গোষ্ঠির পক্ষ থেকে মুন্সি প্রেমচাঁদের ১৪১-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইস্পাতনগরীর বি-জোনে মহিষ্কাপুর রোডে “সম্পর্ক” ভবনে সাংস্কৃতিক কর্মীদের এক রক্তদান শিবির ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।৮ জন মহিলা সাংস্কৃতিক কর্মী সহ মোট ২২ জন সাংস্কৃতিক কর্মী রক্তদান করেন।রেড ভলান্টিয়ার্সদের সংবর্ধনা জানানো হয়।সাংস্কৃতিক কর্মীরা ছাড়াও এলাকার অনেক মানুষ কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন । বিশিষ্টদের মধ্যে উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি, সীমান্ত তরফদার প্রমুখ ।













No comments:

Post a Comment