Saturday 31 July 2021

সেইলের অতি মুনাফা সত্বেও শ্রমিকরা বঞ্চনার শিকার : বিশ্বরূপ ব্যানার্জি ।

 


দুর্গাপুর,৩১শে জুলাই : আজ দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে স্বাস্হ্য কর্মীদের সামনে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তির আলোচনায় অচলাবস্হার জন্য কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে একথা বলেন সিআইটিইউ এর পঃ বঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও ইউনিয়ন এর সম্পাদকমণ্ডলীর আহ্বায়ক বিশ্বরূপ ব্যানার্জি । তিনি বলেন যে বিগত আর্থিক বছরে সেইলের মোট মুনাফা ২০০০০ কোটি টাকা ছাড়িয়ে গেলেও,কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য ও ন্যায়সঙ্গত দাবি মানতে চাইছে না । শুধু তাই নয় উল্টে মোদি সরকারের শ্রমিক বিরোধী নীতি গুলি কে নানা কায়দায় লাগু করতে চাইছে । কোভিড অতিমারীর মধ্যে প্রায় ৮০০ জন ইস্পাত শ্রমিকের মৃত্যু হলেও,অক্লান্ত পরিশ্রম করে সেইলের অতি মুনাফা করতে সর্বোচ্চ সহায়তা করলেও উল্টে চরম বঞ্চনার শিকার হয়ছে। অন্যদিকে আরএমডি কে তুলে দিয়ে পঃ বঙ্গের তিনটি কারখানা কে রুগ্ন করতে চাইছে । দুর্গাপুর ইস্পাত কারখানায় সম্প্রসারণ ও আধুনিকীকরন করছে না । প্রসিদ্ধ দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতাল ডাক্তার-নার্স- স্বাস্হ্য কর্মীদের অভাবে শুকিয়ে যেতে বসেছে। উল্টে কর্তৃপক্ষ কোভিড অতিমারীর মধ্যে অস্হায়ী নার্স- স্বাস্হ্য কর্মীদের ছাঁটাই করতে চাইছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছি ।চণ্ডিগড়ের পরে  ভারতের দ্বিতীয় পরিকল্পিত শহর দুর্গাপুরের ইস্পাতনগরীর পরিষেবা বিপর্যস্ত কিন্তু কর্তৃপক্ষ উদাসীন । ইস্পাতনগরীর জমি-কোয়ার্টার লুঠ হলেও কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-কর্মচারীদের লিজ-লাইসেন্স দেওয়া হচ্ছে না । গত ২৯শে জুনের ধর্মঘটের মাধ্যমে শ্রমিক-কর্মচারীরা ঐক্যবদ্ধ ভাবে কর্তৃপক্ষ কে অবিলম্বে দাবী মানার হুঁশিয়ারী দিয়েছেন । নচেৎ শ্রমিক-কর্মচারীরা ঐক্যবদ্ধ ভাবে আরও বৃহত্তর লড়াই-ধর্মঘটের দিকে যাবেন ।







No comments:

Post a Comment