Wednesday 1 September 2021

আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিল ।

 


দুর্গাপুর,১লা সেপ্টেঃ : প্রতি বছরের মত এবারও “ ১লা সেপ্টেম্বর যুদ্ধবিরোধী-সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি”-র পক্ষ থেকে ১লা সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিলের ডাক দেওয়া হয় । আশিষ মার্কেট থেকে  বিকালে মহামিছিল শুরু হয় । মিছিল শুরুর আগে আজকের বিশ্বে সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রচেষ্টা ও ভারত কে ক্রমান্বয়ে সেই প্রচেষ্টার অংশীদার করে তোলার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করে,আফগানিস্হানে তালিবানি শাসন কে ধিক্কার জানিয়ে  ও সাধারন মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে  শান্তির স্বপক্ষে আন্দোলন কে জোরদার করার  আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শ্রমিক নেতা সন্তোষ দেবরায় । সুদৃশ্য টোটো - ফেস্টুন - ব্যানারে সুসজ্জিত  মহামিছিলে প্রান্তভাগে ছিল মহিলারা ,যুদ্ধের বলি তারাই তো হয়  সবচেয়ে বেশী ! ছিলেন বৃদ্ধ-আবাল বনিতা, শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত- ছাত্র-যুব-ব্যবসায়ী ও রেড ভলান্টিয়ার্সরা।  মিছিলে সামিল ছিলেন বামপন্হী দল,গণসংঠনগুলির নেতৃত্ব-কর্মীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা । মিছিলের সামনে আদিবাসী শিল্পীদের চিরাচরিত বাদ্যযন্ত্র বাদকেরা এক নাগাড়ে ধামসা বাজালেন । বিভিন্ন ধর্মাবলম্বীদের পোশাকে সুসজ্জিত রেড ভলান্টিয়ার্সরা জাতীয় পতাকা উর্ধে তুলে চলমান মিছিলের থেকে জাতীয় সংহতির সপক্ষেও বার্তা দিলেন। বিশ্ব জোড়া মার্কিন-সাম্রাজ্যবাদের যুদ্ধ চক্রান্তের বিরুদ্ধে এই দৃপ্ত  মহামিছিল আওয়াজ তুলেছে – “যুদ্ধ নয়,শান্তি চাই",“বোমা নয়,খাদ্য-শিক্ষা চাই”,  যুদ্ধবাজ মার্কিন-সাম্রাজ্যবাদ  এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে  দুর হঠো " , " যুদ্ধবাজ মার্কিন-সাম্রাজ্যবাদ তার দোসর ন্যাটো নিপাত যাক"।কেন্দ্রের মোদি সরকারের ক্রমবর্দ্ধমান মার্কিন-সাম্রাজ্যবাদের সাথে সহযোগীতার নীতি - যা ক্রমশ ভারতকে মার্কিন-সাম্রাজ্যবাদের যুদ্ধ চক্রান্তের সাথে যুক্ত তারই বিরুদ্ধে  মহামিছিলের হুঁশিয়ারী , " ভারত-মার্কিন স্ট্রাটিজিক চুক্তি বাতিল করতে হবে " ভারতকে  মার্কিন সামরিক ঘাঁটি  পরিনত করা চলবে না " , " ভারত মহাসাগর থেকে যুদ্ধবাজ মার্কিন-সাম্রাজ্যবাদ-ন্যাটো হাত ওঠাও " বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে ,আশীষ মার্কেট থেকে শুরু  শ’য়ে শ’য়ে মানুষের এই মহামিছিল এজোন-বিজোনের বিভিন্ন রোড ঘুরে নিউটন এভিন্যুর ময়দান পৌঁছালো । মিছিলের পাশে রাস্তায় উৎসুক মানুষের ভীড় চোখে পড়ার মত ছিল। আগামী পৃথিবীকে যুদ্ধ-মুক্ত সুন্দরতর করার জন্য আরও একবার ১লা সেপ্টেম্বরে ইস্পাতনগরী  দুর্গাপুরের শপথ :

 

                                     সামনে মৃত্যুকবলিত দ্বার ,

                                    থাক অরণ্য ,থাক না পাহাড় ,

                            ব্যর্থ নোঙ্গর,নদী হব পার, খুঁটি শিথিল।

আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল। (সুকান্ত ভট্টাচার্য : আমরা এসেছি )

৩৬-তম বর্ষের এই মহামিছিলের শেষে,নিউটন এভিন্যুর ময়দানে অনুষ্ঠিত সভায়,ভারতসহ সমগ্র বিশ্বে মার্কিন-সাম্রাজ্যবাদের যুদ্ধ-চক্রান্তের বিরুদ্ধে ও বিশ্বে সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রচেষ্টায় ভারত কে ক্রমান্বয়ে অংশীদার করে তোলার জন্য মোদি সরকারের চক্রান্তের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে  শপথবাক্য পাঠ  করান মহিলা নেত্রী আল্পনা চৌধুরী।সভাপতিত্ব করেন সন্তোষ দেবরায় ।মিছিলে ছিলেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।




































No comments:

Post a Comment