Monday 13 September 2021

অবিলম্বে বাৎসরিক বোনাস দেওয়ার দাবীতে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১৩ই সেপ্টেঃ : শারদোৎসব আসন্ন । কিন্তু তাই ঘিরে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের চন্ডিদাস ও বেনাচিতি বাজারে রমরমা বেচাকেনার চিত্রটা এখনো অনুপস্হিত ।মোদি সরকারের তুঘলকি নীতির ফলে দেশের অর্থনীতি ঘিরে মানুষের উদ্বেগের প্রতিফলন পূজোর বাজারে পড়ার সম্ভাবনা ব্যবসায়ীরাও উড়িয়ে দিতে পারছেন না । উদ্বেগে পড়েছেন ব্যবসায়ীরাও ।এদিকে অন্য আরেক সমস্যা কে ঘিরে বাজারের করুণ অবস্হা আরও জটিল করে তুলছে । উৎসবের মুখে এখনো পর্যন্ত দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বার্ষিক বোনাস বা বিলম্বিত বেতন ( ১২ মাস কাজ করে ১৩ মাসের বেতন ) এর জন্য ইউনিয়নদের সাথে আলোচনা করে ঠিক করা অথবা বোনাস দেওয়ার জন্য সেইল কর্তৃপক্ষের কোন হেলদোল দেখা যাচ্ছে না।

     আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস )দপ্তরে বার্ষিক বোনাস-বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন দাবিতে ইস্পাত শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখায় । করোনার অতিমারীর মধ্যেও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানার উঁচু হারের উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রেখে চাহিদা ও অর্ডারের যথাযথ জোগান বজায় রেখে চলে সেইলের মধ্যে প্রথম স্হানে আছে । অথচ সামনে শারোদৎসব চলে আসা সত্বেও,কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে নিশ্চুপ ! ইউনিয়নের তরফ থেকে দাবি জানানো সত্বেও কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে এখন কোন আলোচনা করার উদ্যোগ না দেখানোর জন্য শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে । আজকের বিক্ষোভ সমাবেশে তারই বহিঃপ্রকাশ ঘটল । বক্তারা এ বিষয়ে কর্তৃপক্ষ কে অবিলম্বে আলোচনায় বসার জন্য দাবি জানিয়েছেন । একই সাথে বেতন চুক্তির সহ বকেয়া বিভিন্ন দাবি অবিলম্বে মেটানোর দাবি জানিয়েছেন বক্তারা।এছাড়াও বক্তারা অবিলম্বে কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের জমি-কোয়ার্টার লিজ-লাইসেন্সিং দেওয়ার দাবি জানানোর পাশাপাশি ইস্পাতনগরীর জমি-কোয়ার্টার ক্রমাগত বেদখল,বেআইনী পার্কিং প্রভৃতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষের গা-ছাড়া মনোভাব কে দায়ী করেছেন । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,সৌরভ দত্ত ও প্রদ্যুৎ মুখার্জি । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্ত সমস্যা সমাধানের দাবি জানান ।






No comments:

Post a Comment