Sunday 5 September 2021

স্টীল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের মাথায় রাজনৈতিক প্রশাসক বসিয়ে দুর্গাপুরের মানুষের গনতান্ত্রিক অধিকারের উপর আবারও আঘাত হানলো তৃণমূল ।

                                                                                       

দুর্গাপুর,৫ই সেপ্টেঃ : দুর্গাপুরের মানুষের গনতান্ত্রিক অধিকারের উপর আবারও আঘাত হানলো তৃণমূল । দুর্গাপুরের সুবিখ্যাত স্টীল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কে তৃণমূল নেতা ও ব্যবসায়ী নিখিল নায়েক এর প্রশাসক হিসাবে নিযুক্তি কে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক-অবসর প্রাপ্ত শ্রমিক সহ ব্যাঙ্কের উপভোক্তারা ক্ষুব্ধ ও আতঙ্কিত বলে অভিমত প্রকাশ করেছেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ) পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি । তিনি বলেন যে কোন রকম গনতান্ত্রিক রীতি-রেওয়াজ এর তোয়াক্কা না করে রাজ্যের তৃণমূল সরকার যে ভাবে প্রশাসনিক ভাবে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সাথে যার বিন্দুমাত্র কোন সম্পর্ক নেই এমন একজন তৃণমূল নেতা কে ব্যাঙ্কের প্রশাসক পদে নিয়োগ করায় সাধারন তৃণমূলের সমর্থকরাও ক্ষোভ প্রকাশ করেছেন । তিনি আরও বলেন যে গত ২০১২ সালে গুণ্ডা দিয়ে ভোট লুঠ করে সমবায় ব্যাঙ্কের নির্বাচন কে প্রহসনে পরিনত করে পরিচালন সমিতির  ক্ষমতা দখল করে তৃণমূল। সেই কলঙ্কের ইতিহাস দুর্গাপুরবাসীরা জানেন। ২০১৭ সালে সেই ব্যাঙ্কে নির্বাচন হওয়ার কথা ছিল। ৪ ও ৫ই সেপ্টেম্বর মনোনয়নপত্র তোলার দিন ও ১৫ই অক্টোবর নির্বাচনের দিন নির্ধারিত হয়। কিন্তু ৪ তারিখ সকালে মনোনয়নপত্র তোলা কে ঘিরে তৃণমূলের দুই দল বিবাদে জড়ালে , উৎসবের মরশুমে পুলিশ পাওয়া যাবে না এই অজুহাতে এ.আর.সি.এস-র থেকে তড়িঘড়ি করে অনির্দিষ্ট সময়ের জন্য নির্বাচন স্থগিত রাখার নির্দেশ জারী করা হয় । ২০১৭ সালের  ৯ সেপ্টেম্বর দুর্গাপুর স্টীল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের তৎকালীন বোর্ডের মেয়াদ শেষ হয়।নিয়ম অনুযায়ী মেয়াদ পূর্তির আগেই নির্বাচন সম্পন্ন করে নতুন বোর্ড গঠন করার কথা ছিল । কিন্তু এক্ষেত্রে করা হয় নি। মেয়াদ শেষে দুর্গাপুরের গর্বের এই ব্যাঙ্ক সরকার নির্দেশিত  অ্যাডমিনিস্ট্রেটরের অধীনে চলে যায়। এই অবস্হা এর আগে কখনও এই ব্যাঙ্কের ক্ষেত্রে ঘটে নি । তিনি স্মরন করিয়ে দিয়েছেন যে দুর্গাপুর ইস্পাত কারখানার হাজার হাজার শ্রমিক, কর্মচারী, আধিকারিক, অবসরপ্রাপ্ত ও অন্যান্য সাধারণ মানুষ যাঁদের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে মাত্র ৬১০ টাকা মূলধন নিয়ে শুরু হওয়া ক্রেডিট সোসাইটি থেকে আজ কয়েক শত কোটি টাকার সঞ্চয়নে পরিনত হয়েছে দুর্গাপুর স্টীল পিপলস্ কো-অপারেটিভ সমবায় ব্যাঙ্ক । ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি দখলের সাথে নতুন পালক যুক্ত হল – ব্যাঙ্ক দখল । বিশ্বরূপ ব্যানার্জি জানান যে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ) পক্ষ থেকে ব্যাঙ্কের প্রশাসক পদে তৃণমূল নেতা নিখিল নায়েকের নিযুক্তির তীব্র নিন্দা করার সাথে সাথে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে নির্বাচন স্থগিত রাখার  তীব্র বিরোধিতা করে - অ্যাডমিনিস্ট্রেটর নয় নির্বাচনের মাধ্যমে সদস্যদের ঠিক করে দেওয়া বোর্ডের হাতে ব্যাঙ্কের দায়িত্বভার অর্পণ করতে হবে, প্রতিটি সদস্যের মতদানের গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করতে হবে এবং নির্বাচন সুষ্ঠ ও অবাধ করার জন্য কর্তৃপক্ষ ও প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা করার দাবী করা হয়েছে। একই সাথে ইউনিয়নের পক্ষ থেকে দুর্গাপুরের মানুষের অত্যন্ত প্রিয় ও গর্বের এই প্রতিষ্ঠানকে দলমত নির্বিশেষে সকলে মিলেই রক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

        এদিকে আজ সকালে, ইস্পাতনগরীর আশিস মার্কেটে, সি.আই.টি.ইউ এর  সদস্যরা আগামী ৩০শে সেপ্টেঃ-২রা অক্টোঃ পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় সি.আই.টি.ইউ এর আসন্ন দ্বাদশ রাজ্য সম্মেলন উপলক্ষে গন-সংগ্রহের জন্য গেলে বিপুল সাড়া পান বলে জানিয়েছেন সি.আই.টি.ইউ এর রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জি । গন-সংগ্রহে নেতৃত্ব দিয়েছেন বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,ললিত মিশ্র,মলয় ভট্টাচার্য প্রমুখ ।
















No comments:

Post a Comment