Monday 25 October 2021

সেইল-আরআইএনএল এর শ্রমিকদের বেতন সংক্রান্ত মউ-চুক্তির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন ইস্পাত শ্রমিকরা ।

 


দুর্গাপুর,২৫শে অক্টোঃ : গত ২২শে অক্টোবর রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল- আরআইএনএল এর  শ্রমিকদের বেতন চুক্তির জন্য এনজেসিএস এর সভায় বেতন-চুক্তি করতে চেয়ে একটি মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট স্বাক্ষর হয়।তিনটি কেন্দ্রিয় ও একটি স্হানীয় ট্রেড সই করে। সিআইটিইউ এই মেমোরেন্ডাম অফ সেটেলমেন্টে সই করেনি।বিএমএসও সই করেনি। মূল চুক্তি এখনো বাকি আছে।

  প্রসংগত,২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর স্হায়ী ও ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি বকেয়া হয়ে পড়ে আছে । কর্তৃপক্ষের এই টালবাহনার বিরুদ্ধে গত ৩০শে জুন সিআইটিইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের যৌথ আহ্বানে ইস্পাত শ্রমিকদের ঐতিহাসিক ধর্মঘটে সম্পূর্ন স্তব্ধ হয়ে যায় সেইল-আরআইএনএল।ধর্মঘটের সাফল্যে ভীত কর্তৃপক্ষ সাসপেনসন-বদলির মত প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলও ইস্পাত শ্রমিকরা সম্মানজনক বেতন-চুক্তির দাবি আদায়ের জন্য অটল আছেন । এই অবস্হায় চার ইউনয়নের বেতন সংক্রান্ত মউ-চুক্তিতে সই আগুনে ঘি ঢেলেছে । মউ-চুক্তিকে ইস্পাত শ্রমিকরা “অসম্মানজনক” মনে করে আন্দোলন শুরু করেছেন । আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) অফিসের সামনে সুবিশাল শ্রমিক সমাবেশে অবিলম্বে “অসম্মানজনক” বেতন সংক্রান্ত মউ-চুক্তি বাতিল ও সম্মানজনক বেতন-চুক্তি  ফয়সালা করার দাবি জানানো হয় । সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,স্বপন মজুমদার,সীমান্ত চ্যাটার্জি ও প্রদ্যুৎ মুখার্জি । বক্তারা সর্বনাশা মউ-চুক্তির বিভিন্ন দিক তুলে ধরে বলেন যে এই প্রথম এনজেসিএস এর কোন চুক্তি সর্বসম্মত না হয়ে তথাকথিত সংখ্যাগরিষ্ঠতার নামে সাক্ষর করিয়ে কর্তৃপক্ষ ইস্পাত শ্রমিক আন্দোলনে অনৈক্য তৈরি করতে চাইছে। বিগত আর্থিক বছরে সেইল বিপুল মুনাফা করে অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গেছে । কিন্তু মউ-চুক্তিতে এরিয়ারের বিষয় চেপে যাওয়া হয়ছে । এরফলে কর্মরত বিশেষ করে সদ্য-নিযুক্ত এবং ২০১৭ সালের ১লা জানুঃ থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকরা বিপুল পরিমানে ন্যায্য বকেয়া অর্থের থেকে বঞ্চিত হতে চলেছেন শুধু তাই নয়,তাদের প্রভিডেন্ট ফান্ডে জমা প্রদেয় ও কোম্পানী প্রদেয় অর্থের থেকে বঞ্চিত হয়ে বিপুল লোকসান করবেন । পার্কসের ক্ষেত্রে শেষ পর্যন্ত ইউনিয়ন গুলির সর্বসস্মত ২৮% এর পরিবর্তে ২৬.৫% ও হাজিরা-কেন্দ্রিক মউ-চুক্তিতে সাক্ষর  শ্রমিকদের বেতনে বিপুল ক্ষতি ডেকে আনবে ।একই ভাবে বিভিন্ন ধরনের ন্যায্য ভর্তুকি একতরফা প্রত্যাহার ও সুষ্ঠ মীমাংসা ব্যাতিরেকে নয়া পেনশন প্রকল্প একতরফা লাগু এবং অন্যান্য বহু বকেয়া প্রাপ্য বিষয় কে মউ-চুক্তিতে রাখার ফলে শ্রমিকদের বেতনে ভারী লোকসান হতে চলেছে। সর্বোপরি এই চুক্তিতে ঠিকা শ্রমিকদের বিষয়ে একটি কথা না বলার মধ্য দিয়ে কায়েমী স্বার্থ রক্ষার যে চেষ্টা তা কেবল শ্রমিক-বিরোধী নয়,অত্যন্ত নিন্দনীয় । সিআইটিইউ এই শ্রমিক স্বার্থ বিরোধী মউ-চুক্তি পরিবর্তে সম্মানজনক বেতন-চু্ক্তিরর জন্য তীব্রতর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি ,দৃঢ় শ্রমিক-ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছে । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল ইডি( ওয়ার্কস ) এর কাছে এই বিষয়ে দাবি-সম্বলিত স্মারক-লিপি জমা দেওয়া হয় ।একই দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে অ্যালয় স্টিল প্ল্যান্টে মিছিল হয়েছে । এছাড়া সেইল-আরআইএনএল এ সর্বত্র বিক্ষোভ সমাবেশ হয়ছে বলে সিআইটিইউ  এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন ।










No comments:

Post a Comment