Saturday 23 October 2021

সেইল-আরআইএনএল এর শ্রমিকদের বেতন-চুক্তিতে জট : সিআইটিইউ এর শ্রমিক কনভেনশন।

 


দুর্গাপুর,২৩শে অক্টোঃ : গত ২১ অক্টোবর রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল- আরআইএনএল এর  শ্রমিকদের বেতন চুক্তির জন্য এনজেসিএস এর সভা অনুষ্ঠিত হয়। রাত বারোটা পর্যন্ত সভা চলার পর আবার পরের দিন বেলা বারোটায় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বেতন-চুক্তি করতে চেয়ে একটি মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট স্বাক্ষর হয়। মূল চুক্তি এখনো বাকি আছে। নানান নীতিগত কার্যকারিতার বিষয়ে ধোঁয়াশা থাকায় সিআইটিইউ এই মেমোরেন্ডাম অফ সেটেলমেন্টে সই করেনি। বিএমএসও সই করেনি।

আজ,দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে আহূত এক কনভেনশনে শ্রমিকদের সামনে এনজেসিএস এর সভার সমস্ত আলোচনা তুলে ধরা হয়। রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প রক্ষা এবং স্থায়ী ঠিকা শ্রমিকের স্বার্থ রক্ষার প্রশ্নে অবিলম্বে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয়। বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি , ললিত মিশ্র প্রদ্যুত মুখার্জী। অ্যালয় স্টিল প্ল্যান্টেও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে সভা করে শ্রমিকদের সামনে এনজেসিএস এর সভার সমস্ত আলোচনা তুলে ধরা হয়।




No comments:

Post a Comment