Thursday 7 October 2021

প্রকাশিত হল কিশোরজগৎ পত্রিকার শারদ সংখ্যা।

 


দুর্গাপুর,৭ই অক্টোবর ঃ আজ দুপুরে,ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে প্রকাশিত হোল কিশোর-বাহিনীর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মুখপত্র কিশোরজগৎ পত্রিকার ২০২১ এর শারদ সংখ্যা। উপস্হিত ছিলেন কিশোরজগৎ পত্রিকার সম্পাদক ধীরেন্দ্রনাথ শূর, কিশোর-বাহিনীর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার সংগঠক প্রবোধ মন্ডল,আবেদা বেগম চৌধুরী,নিরঞ্জন পাল,সুমন দত্ত সহ দুর্গাপুরের কিশোর-বাহিনীর একাধিক শাখার সংগঠক,সদস্য ও অভিভাবক বৃন্দ । এছাড়াও উপস্হিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অজয় বন্দ্যোপাধ্যায়,সন্তোষ কুমার বিশ্বাস,ক্ষুদে সাহিত্যিক অন্তরীপ দাস,প্রত্যুষা মন্ডল,সুদক্ষিনা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন দুর্গাপুরের কিশোর-বাহিনীর বিভিন্ন শাখা। কিশোরজগৎ পত্রিকার এবারের শারদ সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন কাটোয়ার শিশু শিল্পী অন্যন্যা দাস। প্রচ্ছদ নির্বাচনের জন্য অঙ্কন প্রতিযোগীতার সফল প্রতিযোগীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়ার সাথে এই শারদ সংখ্যায় প্রকাশিত ২৫ জন ক্ষুদে সাহিত্যিক ও শিল্পীর হাতে একটি এই শারদ সংখ্যা ও ৫০ টাকার সাম্মানিক পত্রিকার পক্ষ থেকে তুলে দেওয়া হয় । বক্তব্য রাখেন ধীরেন্দ্রনাথ শূর ও প্রবোধ মন্ডল । গল্প-বড় গল্প – বিজ্ঞান – ক্রীড়া – ভ্রমন সহ নানা বিষয়ে লেখা এবারের কিশোরজগৎ পত্রিকার শারদ সংখ্যা জমজমাট ।










No comments:

Post a Comment