Monday 4 October 2021

লখিমপুর খেরিতে কৃষক-হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল : ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৪ঠা অক্টোঃ গত কাল বিজেপি-শাসিত উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে অবিলম্বে মোদি সরকারের দানবিক কৃষি-আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত-রত কৃষকদের উপরে গাড়ীর কনভয় চালিয়ে ও গুলি করে ৪ জন কৃষক কে খুন করে মোদি মন্ত্রীসভার স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র । এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির যৌথ আহ্বানে একটি মিছিল বি-জোন মেইনটেন্যান্স থেকে বেরিয়ে চন্ডিদাস বাজার হয়ে কাশীরাম দাস রোটারি পর্যন্ত যায় । মিছিলে ছিলেন সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,স্বপন ব্যানার্জি,আল্পনা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

   এদিকে,আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন-মূর্তির সামনে ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক চকের সামনে ইস্পাত শ্রমিকরা অবিলম্বে ভিলাই ও বোকারোর আন্দোলনরত ইস্পাত শ্রমিকদের উপরে সেইল কর্তৃপক্ষের প্রতিহিংসামূলক সাসপেন্সন ও বদলির নির্দেশ প্রত্যাহার ,অবিলম্বে বোনাস ও বেতন-চুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন ।












No comments:

Post a Comment