Friday 27 September 2013

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( CITU ) দফ্তরে তৃনমূলী দুষ্কৃতিদের বাইক-বাহিনীর হামলা ।


দুর্গাপুর , ২৭শে সেপ্টেম্বর : গতকাল , সন্ধ্যবেলায়  ইস্পাতনগরীর বি'জোনের ১নং বিদ্যাসাগর এভিন্যু-র , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( HSEU) ও স্টিল ওয়ার্কাস অফ ইন্ডিয়া ( SWFI )- CITU-র , দফ্তরে তৃনমূলী দুষ্কৃতিদের বাইক-বাহিনী  হামলা চালায় । সেই সময়ে ইউনিয়ন-দফ্তরে  ইউনিয়নের  কয়েকজন OB -সদস্য সহ কয়েকজন সাধারন সদস্যও উপস্হিত ছিলেন । তৃনমূলী দুষ্কৃতিরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাননাশের হুমকি দেয় । একই সাথে , ঐ তৃনমূলী দুষ্কৃতিরা , দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্বর উপরে হামলা চালানোর  হুমকি দেয় । প্রসঙ্গত , বিগত ২০১১ সালের ২১শে মে তারিখে , পঃ বঙ্গে তৃনমূলী-সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে , দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে এবং বাইরে ,দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিকদের ঐতিহ্যবাহী লড়াকু সংগঠন   হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( HSEU)  ও  সর্বভারতীয় ইস্পাত শ্রমিকদের  সংগঠন   স্টিল ওয়ার্কাস অফ ইন্ডিয়া ( SWFI )-র নেতৃত্ব ও সাধারন সদস্যদের উপর , তৃনমূলী দুষ্কৃতিরা বারংবার হামলা চালিয়েছে , সন্ত্রাস সৃষ্টি করে জোর করে দখল করেছে ব্যাঙ্ক - কো অপারেটিভ সহ বিভিন্ন সংস্হার পরিচালনা কমিটির  এবং গত ৯ই এপ্রিল , তৃনমূলী দুষ্কৃতিরা হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( HSEU) ও স্টিল ওয়ার্কাস অফ ইন্ডিয়া ( SWFI )-র ,    CITU , দফ্তরে ভাঙ্গচূড় চালায় । কিন্তু , শত আক্রমনের সামনে অটল রয়েছেন HSEU-SWFI (CITU)-র নেতৃত্ব ও সাধারন সদস্যরা ।  দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারী ও  রাষ্ট্রায়ত্ত  SAIL-ভুক্ত  ইস্পাত  শ্রমিক-কর্মচারীদের পূর্ণ আস্হা রয়েছে CITU-র প্রতি । বিশেষতঃ , সাম্প্রতিককালে  দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরণ - সম্প্রসারন , কোয়ার্টার লিজিং  এবং স্হায়ী-শ্রমিকদের কাজের জায়গায় ঠিকা-শ্রমিকদের নিয়োগের ( আউট-সোর্সিং) বিরোধীতায় , HSEU-এর নেতৃত্বদানকারী ভূমিকায়   ভীত হয়েই , গতকালের   মরিয়া  হামলা চালিয়েছে তৃনমূলী দুষ্কৃতিরা ।  আউট-সোর্সিং-কে  কে কেন্দ্র করে   তৃণমূল - ঠিকাদারদের যে অসাধু উপার্জনের  চক্র গড়ে উঠেছে , তার বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারীরা যে শক্তিশালী যৌথ-আন্দোলন গড়ে তুলছেন , তাকে বিচ্যূত করার উদ্দ্যেশেই  যে পূজা-বোনাসের সম্পর্কে মিথ্যা-বিভ্রান্তিকর ও হাস্যকর  প্রচার ও তাকে কেন্দ্র করে ইউনিয়ন-দফ্তরে হামলা  -  তা দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারীদের কাছে পরিষ্কার ।


          গতকালের , হামলার বিরোধীতায় , আজ  HSEU-র   ইউনিয়ন দফ্তরের বি টি রণদিভে ভবনে    HSEU আয়োজিত ভীড়ে-ঠাসা শ্রমিক কনভেনশনে তৃনমূলী দুষ্কৃতিদের আক্রমনের তীব্র নিন্দা করে , আগামী দিনে আরও  তীব্র আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করা হয় । বক্তব্য রাখেন , কমঃ অরুন চৌধুরী , বিশ্বরূপ ব্যানার্জী  ও ললিত মিশ্র ।সভাপতিত্ব করেন কমঃ   বাদল  মজুমদার    ।




 

No comments:

Post a Comment