Monday 30 September 2013

দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে আক্রান্ত CITU কর্মী - নেতৃবৃন্দ ।


দুর্গাপুর , ৩০শে সেপ্টেম্বর : আজ সকালবেলায়  দুর্গাপুর  ইস্পাত কারখানার ভেতরে  INTTUC-র  দুষ্কৃতিবাহিনী ,  দুর্গাপুর  ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারীদের   ঐতিহ্যবাহী লড়াকু সংগঠন   হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( HSEU) ,CITU  - এর   কর্মী - নেতৃবৃন্দের উপর  দফায় দফায়   আক্রমন চালায় । এই ঘটনায় আহত হয়েছেন  ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক - কবিরঞ্জন দাসগুপ্ত , শেখর মুখার্জী ,  পূজন ( আশীষতরু  ) চক্রবর্তী  সহ   আরও  অনেকে  ।   এই  হামলার ঘটনাকে  ,  CITU-এর    বর্ধমান   জেলা  কমিটি   , পঃ বঙ্গ   রাজ্য   কমিটি   এবং   কেন্দ্রীয়  কমিটর   পক্ষ থেকে  তীব্র  ভাষায়  নিন্দা  করা  হয়েছে   এবং  দোষীদের   অবিলম্বে  শাস্তির  দাবী  করা  হয়েছে  । 


    ইস্পাতনগরীর   আশীষ-জব্বর    ভবনে  আয়োজিত   এক   সাংবাদিক  সম্মেলনে  , ভারতের   কমিউনিষ্ট   পার্টি    ( মার্কসবাদী  ) দুর্গাপুর ১এ  জোনাল   কমিটির   সম্পাদক  কমঃ  সন্তোষ  দেবরায়  জানান যে  গত ২৫শে  সেপ্টে:  মুম্বাইতে  , SAIL- কর্তৃপক্ষ ও  শ্রমিক-ইউনিয়নগুলির মধ্য যে বাৎসরিক বোনাস-চুক্তি  হয়েছে - তার  বিরোধীতা  করছে  INTTUC ( তৃনমূলী ) ।

কিন্ত বিরোধীতা করার জন্য শ্রমিকদের সংগঠিত করার পরিবর্তে INTTUC -এর পক্ষ থেকে  গত ২৬শে সেপ্টে: সন্ধ্যাবেলায় ,  ইস্পাতনগরীর   HSEU ( CITU) ও INTUC-এর দফ্তরে  হামলা চালানো হয় ।  পুলিশের কাছে এই ঘটনার অভিযোগ জানানো হয়েছে এবং গত ২৭শে  সেপ্টে:  এই হামলার প্রতিবাদে HSEU-এর ইউনিয়ন-দফ্তরে স্হায়ী শ্রমিকদের এক কনভেনশন্ অনুষ্ঠিত হয় । কিন্তু , আজ সকালবেলায় , দুর্গাপুর  ইস্পাত কারখানার ভেতরে প্ল্যান্ট-সিভিলে , HSEU-এর ইউনিয়ন-দফ্তরে ফের INTTUC-এর দুষ্কৃতি-বাহিনী হামলা চালায় , নেতৃস্হানীয় শ্রমিকের জখম করে । এমন কি , প্ল্যান্ট-মেডিক্যালে আহতদের চিকিৎসায় বাধা দেওয়া হয় । এই হামলার প্রতিবাদে , HSEU- এর ডাকে সারা দিয়ে , শ্রমিকরা যখন ED-WORKS এর বিক্ষোভ-জমায়েতে সামিল হচ্ছিলেন , তখন কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা CISF-এর সামনেই ফের হামলা চালায় , INTTUC-এর দুষ্কৃতি-বাহিনী এবং বহু শ্রমিক আহত হয় । আশ্চর্যজনকভাবে দুর্গাপুর  ইস্পাত কারখানার কর্তৃপক্ষও , কারখানার ভেতরে শ্রমিকের উপর হামলা হলেও ,  নীরবতা পালন করছে । কমঃ সন্তোষ  দেবরায় জানান যে গোটা বিষয়টিকে জানিয়ে , SAIL-কর্তৃপক্ষ ও পঃবঙ্গের রাজ্যপালের কাছে চিঠি দেওয়া হয়েছে এবং ইস্পাত মন্ত্রকের সংসদীয় কমিটির সদস্য সাংসদ বংশগোপাল চৌধুরীকে অবহিত করা হয়েছে । অন্য এক প্রশ্নের উত্তরে , HSEU-এর OB-কনভেনর্ কমঃ অরুন চৌধুরী জানান যে , গত  ৩ বৎসর ধরে SAIL-র মুনাফা  ক্রমান্বয়   হ্রাসের জন্য , SAIL- কর্তৃপক্ষ   বাৎসরিক  পূজা -বোনাসের পরিমান কমাতে চাইলেও , তা প্রতিরোধ করা গেছে । তাই ,  পূজা -বোনাসকে  কেন্দ্র  করে   INTTUC-র অভিযোগ হাস্যকর । তবে , ইস্পাত শ্রমিকদের বর্ধিত বোনাস-বেতনের দাবীতে CITU -র লড়াই জারী থাকবে । কমঃ সন্তোষ  দেবরায় আরও জানান যে এই হামলার বিরুদ্ধে  এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবীতে ,    আরও বৃহত্তর কর্মসূচী নেওয়া হব এবং আজ ও আগামীকাল ,    এই হামলার বিরুদ্ধে  এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবীতে ,        ইস্পাতনগরীতে যথাক্রমে বি'জোন ও এ'জোন - এ দুটি প্রতিবাদ   মিছিল সংগঠিত করা হবে পার্টির পক্ষ থেকে ।
প্রসঙ্গত , বিগত ২০১১ সালের ২১শে মে তারিখে , পঃ বঙ্গে তৃনমূলী-সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে , দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে এবং বাইরে ,দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিকদের ঐতিহ্যবাহী লড়াকু সংগঠন   হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( HSEU)  নেতৃত্ব ও সাধারন সদস্যদের উপর , তৃনমূলী দুষ্কৃতিরা বারংবার হামলা চালিয়েছে , সন্ত্রাস সৃষ্টি করে জোর করে দখল করেছে ব্যাঙ্ক - কো অপারেটিভ সহ বিভিন্ন সংস্হার পরিচালনা কমিটির  এবং গত ৯ই এপ্রিল , তৃনমূলী দুষ্কৃতিরা হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( HSEU) দফ্তরে ভাঙ্গচূড় চালায় । কিন্তু , শত আক্রমনের সামনে অটল রয়েছেন HSEU (CITU)-র নেতৃত্ব ও সাধারন সদস্যরা ।  দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারী ও  রাষ্ট্রায়ত্ত  SAIL-ভুক্ত  ইস্পাত  শ্রমিক-কর্মচারীদের পূর্ণ আস্হা রয়েছে CITU-র প্রতি । বিশেষতঃ , NJCS-এর অবিলম্বে  ন্যায়সংগত  ফয়সালার  দাবী   এবং  সাম্প্রতিককালে  দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরণ - সম্প্রসারন , কোয়ার্টার লিজিং  এবং স্হায়ী-শ্রমিকদের কাজের জায়গায় ঠিকা-শ্রমিকদের নিয়োগের ( আউট-সোর্সিং) বিরোধীতা , INTTUC-এর নেতৃত্বে  দুর্গাপুর ইস্পাত কারখানায়  CITU-ভূক্ত  ৩৫০০ ঠিকা-শ্রমিকের  উচ্ছেদের বিরোধীতায়  , HSEU ( CITU ) এর বলিষ্ঠ ভূমিকা  , ইতিমধ্যই   দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারী  ও  ঠিকা-শ্রমিকের  মধ্যে  সাড়া   জাগিয়েছে   ।  

বিকালে , HSEU-র ইউনিয়ন-দফ্তর থেকে মিছিল শুরু হয়ে  বি'জোনের বিভিন্ন পথ পরিক্রমা করে ,চণ্ডীদাস মার্কেটে এক পথসভার মাধ্যমে , আজকের কর্মসূচী শেষ হয় ।







No comments:

Post a Comment