Thursday 5 December 2013

আন্তর্জাতিক ধাতু ও খনি ট্রেড ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলেন কমরেড পি কে দাস ।

দুর্গাপুর : আন্তর্জাতিক ধাতু ও খনি ট্রেড ইউনিয়নের ( Trade Union International - Metal & Mining )  সভাপতি নির্বাচিত হলেন কমরেড পি কে দাস , সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রাজিলের কমরেড ফ্রান্সিসকো জোসে সোসা  দ্য সিলভা । গত ২৩ - ২৫ শে অক্টোবর ব্রাজিলের রিও ডি জেনেরিও  অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ধাতু ও খনি ট্রেড ইউনিয়নের ২য় কংগ্রেস । ব্যবস্হাপনায় ছিল ব্রাজিলের অন্যতম দুই ট্রেড ইউনিয়ন FITMETAL ও CTB । পৃথিবীর ৫ টি মহাদেশের ২৩টি দেশ থেকে সর্বমোট  ৩৩ টি ট্রেড ইউনিয়নের পক্ষে  ২৪১ জন প্রতিনিধি এই সন্মেলনে যোগদান করেন । ভারতের পক্ষে সিআইটিইউ - র হয়ে প্রতিনিধিত্ব করেন দুর্গাপুর ইস্পাত কারখানার  প্রাক্তন  স্হায়ী শ্রমিক এবং   সিআইটিইউ-র সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া  ( সিআইটিইউ ) -র সম্পাদক  কমরেড পি কে দাস  , ললিত মোহন মিশ্র , জে অযোধ্যা রামু ও বসন্ত কুমার নায়েক । সন্মেলনকে অভিনন্দন জানিয়ে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন্স ( WFTU ) - র পক্ষে উদ্বোধনী ভাষন দেন WFTU -র সহকারী সাধারন  সম্পাদক  কমরেড ভ্যালেন্টিন প্যাশোঁ ।

                                                   

No comments:

Post a Comment