Friday 6 December 2013

রক্তে আছে লেখা রক্তের সম্পর্ক ।

দুর্গাপুর , ৬ই ডিসেম্বররক্তে আছে লেখা রক্তের সম্পর্ক  আর এই সম্পর্কই সুদৃঢ় করে মানুষে মানুষে সম্প্রীতি - ভালোবাসা - মৈত্রীর বন্ধন তাই রক্তদানের মধ্যে দিয়ে কেবল জীবনদান করা নয় , জীবনকে মানবিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠা করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে মজবুত করার জন্য , ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ( ডিওয়াইএফআই ) , দুর্গাপুর ১এ জোনাল কমিটির অন্তর্গত বি ' জোন -নং লোক্যাল কমিটির পক্ষ থেকে বিগত ১৯৯৪ সাল , প্রতিবছর ৬ই ডিসেম্বর দিনটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন করা হয় রক্তদান শিবির করার মধ্য দিয়ে  

                                 আজ সকাল ১০ - ৩০ মিনিটে , চন্ডীদাস সেক্টর অফিসে , সংগঠনের  রক্ততারকা খচিত  শ্বেতপতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের কর্মসূচী শুরু হয় পতাকা উত্তোলন করেন কমঃ খোকন দাস এরপরে , শহীদবেদীতে মাল্যদান করেন  কমঃ খোকন দাস ,  ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ( ডিওয়াইএফআই ) - বর্ধমান জেলা কমিটির সম্পাদক  উদয় রায় , রঞ্জিৎ মুখার্জী , সমিত রায়চৌধুরী , সুমন্ত্র ব্যানার্জী , সুদীপ মাইতি , বিশ্বজিৎ ধরচৌধুরী প্রমুখ যুব নেতৃবৃন্দ সহ অন্যান্য গণআন্দোলনের নেতৃবৃন্দ  

          রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে জেলা কমিটির সম্পাদক  উদয় রায় বলেন যে তৃণমূল সরকারের জমানায় প্রায় প্রতিদিন যুব কর্মীরা রাজ্য জেলার বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছেন , রক্তাত হচ্ছেন খুন হয়েছেন বহু যুব কর্মী সংগঠনের  অফিস আক্রমন করা হচ্ছে , দখল করা হচ্ছে তবুও ডিওয়াইএফআই - কে দমানো যায় নি যুবদের স্বার্থে , জনবিরোধী দূর্নীতিগ্রস্হ  রাজ্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াই করার সাথে আর-এস-এস বিজেপি সহ অন্যান্য সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি যে ভাবে ভারত জুড়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চাইছে , তার বিরুদ্ধে যুবদের সমানভাবে সচেতন করার সংগ্রাম চালিয়ে যাবে একই সাথে রক্তাত হয়েও , ডিওয়াইএফআই রক্তদান - শিবিরের মহান কর্মসূচী ধারাবাহিকভাবে চালিয়ে যাবে   

        সন্ধ্যায় , চন্ডীদাস বাজারের রোটারীতে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) - র দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষ থেকে  সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক বিশাল পথ সভায় , আর-এস-এস  বিজেপি সহ অন্যান্য সাম্প্রদায়িক  মৌলবাদী শক্তির বিপদ সম্পর্কে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়ে বক্তারা বলেন যে মমতা ব্যান্যার্জী অতীতে এই শক্তির সাথে হাত মিলিয়েছেন এবং বর্তমানে গোপন সম্পর্ক রাখছেন । পঃ বঙ্গের মানুষ বিগত ৩৪ বামফ্রন্ট সরকারের সময়ে যে ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছেন , আজকেও তা রক্ষা করতে হবে এবং তৃনমূলের আর-এস-এস  বিজেপি সহ অন্যান্য সাম্প্রদায়িক  মৌলবাদী শক্তির সাথে গোপন আঁতাতের চেষ্টার সমুচিত জবাব দেবেন । সভায় বক্তব্য রাখেন কমঃ অশোক চক্রবর্তী ও স্বপন মজুমদার। সভাপতিত্ব করেন কমঃ আল্পনা চৌধুরী । সভার শুরুতে সদ্য প্রয়াত বিশ্ব  সাম্রাজ্যবাদ বিরোধী ও বর্ণবৈষম্যবাদ বিরোধী আন্দোলনের  কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণে শ্রদ্ধা জানিয়ে  নীরবতা পালন করা হয় ।  

         




















           

    

No comments:

Post a Comment